Sunday, August 24, 2025

Kolkata High Court:বেআইনি টোটো রুখতে রাজ্য সরকারকে নির্দেশ আদালতের

Date:

Share post:

বেআইনি টোটো রুখতে আরও কড়া পদক্ষেপ। রাজ্যজুড়ে বেআইনি টোটো নিয়ে সিদ্ধান্ত নিতে এবার সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে পরিবহণ দফতরের সচিবকে এই বিষয়ে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Budget 2020: ৬০ লক্ষ কর্মসংস্থান হবে ৫ বছরে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

এর আগেও রাজ্যজুড়ে বেআইনি টোটো বন্ধের নির্দেশ দিয়ে আদালত বেশ কয়েকটি রায় দেয়। তবে সেই রায় মানা হয়নি বলে অভিযোগ। যার জেরে পুণরায় কলকাতা আদালতে আদালত অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ।

প্রসঙ্গত,রাজ্যজুড়ে বেআইনি টোটো চলাচল নিয়ে ২০১৪ থেকে কলকাতা হাইকোর্টে বহু মামলা দায়ের হয়। ২০১৭ সালে মামলা করেন হুগলির শ্রীরামপুরের বাসিন্দা রিতা মিত্র.২০১৮ সালের ১৭ অগাস্ট তৎকালীন প্রধান বিচারপতি বেআইনি টোটো চলাচল বন্ধ করতে হবে ,এই মর্মে রায় দেন। কিন্তু সেই নির্দেশের পরও কাজ না হওয়ায় আবেদনকারীরা ফের আদালতের দ্বারস্থ হন।

এরপরও বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ ফের ২০১৯ এর ৩১ মে -এর মধ্যে সমস্ত টোটো চলাচল বন্ধের নির্দেশ দিয়ে রায় দেন। কিন্তু তাতেও কাজ হয়নি। শেষমেশ ২০১৯ সালের ৫ অগাস্ট তৎকালীন প্রধান বিচারপতি টি এস রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ ফের নির্দেশ দেয় যে, চলতি বছরের ৩১ অগাস্টের মধ্যেই সব বেআইনি টোটো বন্ধ করতে হবে।কিন্তু তাও সফল হয়নি।

একের পর রায়দানের পরও কোনও কাজ হয়নি। উল্টে রাজ্যজুড়ে বেআইনি টোটো রমরমিয়ে চলছে। তাই আদালতে অবমাননার মামলা করেন রিতা মিত্র। সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে বেআইনি টোটো নিয়ে রাজ্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে তা আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে পরিবহন দফতরের সচিবকে জানাতে হবে।

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...