Sunday, January 11, 2026

Kolkata High Court:বেআইনি টোটো রুখতে রাজ্য সরকারকে নির্দেশ আদালতের

Date:

Share post:

বেআইনি টোটো রুখতে আরও কড়া পদক্ষেপ। রাজ্যজুড়ে বেআইনি টোটো নিয়ে সিদ্ধান্ত নিতে এবার সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে পরিবহণ দফতরের সচিবকে এই বিষয়ে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Budget 2020: ৬০ লক্ষ কর্মসংস্থান হবে ৫ বছরে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

এর আগেও রাজ্যজুড়ে বেআইনি টোটো বন্ধের নির্দেশ দিয়ে আদালত বেশ কয়েকটি রায় দেয়। তবে সেই রায় মানা হয়নি বলে অভিযোগ। যার জেরে পুণরায় কলকাতা আদালতে আদালত অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ।

প্রসঙ্গত,রাজ্যজুড়ে বেআইনি টোটো চলাচল নিয়ে ২০১৪ থেকে কলকাতা হাইকোর্টে বহু মামলা দায়ের হয়। ২০১৭ সালে মামলা করেন হুগলির শ্রীরামপুরের বাসিন্দা রিতা মিত্র.২০১৮ সালের ১৭ অগাস্ট তৎকালীন প্রধান বিচারপতি বেআইনি টোটো চলাচল বন্ধ করতে হবে ,এই মর্মে রায় দেন। কিন্তু সেই নির্দেশের পরও কাজ না হওয়ায় আবেদনকারীরা ফের আদালতের দ্বারস্থ হন।

এরপরও বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ ফের ২০১৯ এর ৩১ মে -এর মধ্যে সমস্ত টোটো চলাচল বন্ধের নির্দেশ দিয়ে রায় দেন। কিন্তু তাতেও কাজ হয়নি। শেষমেশ ২০১৯ সালের ৫ অগাস্ট তৎকালীন প্রধান বিচারপতি টি এস রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ ফের নির্দেশ দেয় যে, চলতি বছরের ৩১ অগাস্টের মধ্যেই সব বেআইনি টোটো বন্ধ করতে হবে।কিন্তু তাও সফল হয়নি।

একের পর রায়দানের পরও কোনও কাজ হয়নি। উল্টে রাজ্যজুড়ে বেআইনি টোটো রমরমিয়ে চলছে। তাই আদালতে অবমাননার মামলা করেন রিতা মিত্র। সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে বেআইনি টোটো নিয়ে রাজ্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে তা আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে পরিবহন দফতরের সচিবকে জানাতে হবে।

spot_img

Related articles

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...