Wednesday, December 31, 2025

বিরল রোগের সফল অস্ত্রোপচারে ফের নজির গড়ল কলকাতা মেডিকাল কলেজ

Date:

Share post:

টিউমার।তবে যে সে টিউমার নয়। এই টিউমারের নাম ‘ফিলোডস টিউমার’। আমেরিকান ক্যানসার সেন্টারের মতে ফিলোডস খুবই বিরল একটি টিউমার। আর এই বিরল টিউমারের সফল অস্ত্রোপচার করে নজির গড়ল কলকাতা মেডিকাল কলেজ। ৫৫ বছর বয়সি এক মহিলার স্তন থেকে ১০.২৮ কিলোগ্রামের টিউমার বাদ দিলেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পরে রোগীর অবস্থা অনেকটাই স্থিতিশীল। দু’ঘণ্টার চেষ্টায় বাদ দেওয়া হয় বিশালাকার এই টিউমার। অস্ত্রোপচারে ধৃতিমানকে সাহায্য করেন চিকিৎসক শতক্রতু বর্মন, চিকিৎসক অন্তরীপ ভট্টাচার্য ও চিকিৎসক শুভ রায়।

আরও পড়ুন:Anubrata Mondal: গরু পাচার কাণ্ডে সোমবার অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব

চিকিৎসকরা জানিয়েছেন ,মাস দু’য়েক আগে ওই মহিলার বাস থেকে নামার সময় এক জনের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাঁর ডান দিকের স্তনে আঘাত লাগে। তার পর থেকেই তিনি লক্ষ্য করেন যে, তাঁর ডান দিকের স্তনে একটু ফোলা ভাব দেখা দিয়েছে। তার পরের কয়েক দিনে এই ফোলা অংশ আয়তনে ক্রমশই বাড়তে থাকে। এক দিন অজ্ঞানও হয়ে যান তিনি।পরীক্ষা করাতেই দেখা যায় যে, মহিলার রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে ৩০-৩৫ এমজি/ডিএল-এর মধ্যে থাকছে। চিকিৎসা পরিভাষায় যাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া। হোমিওপ্যাথি চিকিৎসা করার পরেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। তত দিনে স্তনের ফোলা অংশ কোমর পর্যন্ত নেমে এসেছে। এরপর মহিলার কোর বায়োপসি রিপোর্ট এলে পরিষ্কার হয় যে, তাঁর স্তনে বাসা বেঁধেছে টিউমার।

এরপর চিকিৎসা করাতেই কলকাতা মেডিকাল কলেজে ব্রেস্ট এন্ড এন্ডোক্রিন সার্জারি বিভাগের প্রধান ধৃতিমান মৈত্রর কাছে নিয়ে যান। সন্দেহ করেন যে, তাঁর স্তনে ফিলোডস টিউমার হয়েছে। একই সঙ্গে রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়ার কারণ হিসেবে রোগীর অগ্নাশয়ে অন্য একটি বিরল টিউমার ‘ইনসুলিনমা’ থাকতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন। এর পরই মহিলাকে হাসপাতালে ভর্তি করিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা শুরু করা হয়। তবে রক্তে ইনসুলিন ও সি-পেপটাইড মেপে এবং আরও কিছু রক্ত পরীক্ষা করে বোঝা যায় যে রোগীর ইনসুলিনমা নেই। বরং তার জায়গায় অন্য একটি বিরল লক্ষণ আছে। তাঁর স্তনের টিউমার থেকে নিঃসৃত হচ্ছে ‘আইজিএফ-২’ নামক এক প্রোটিন হরমোন, যা ইনসুলিনের মতোই রক্তে শর্করার মাত্রা কমায়।

এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দু’ঘণ্টার চেষ্টায় বাদ দেওয়া হয় বিশালাকার এই টিউমার। অস্ত্রোপচারে ধৃতিমানকে সাহায্য করেন চিকিৎসক শতক্রতু বর্মন, চিকিৎসক অন্তরীপ ভট্টাচার্য ও চিকিৎসক শুভ রায়।

spot_img

Related articles

বিজেপি শাসিত রাজ্যে ডাইনি অপবাদে কুপিয়ে খুন দম্পতি! পোড়ানো হল ঘরও

ফের ডাইনি অপবাদে কুপিয়ে খুন! বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State Asam) অসমের প্রত্যন্ত গ্রামে এখনও পৌঁছায়নি শিক্ষার...

আঙুল নামান, আপনি মনোনীত-আমি নির্বাচিত: জ্ঞানেশ কুমারে আচরণের প্রতিবাদে গর্জে উঠলেন অভিষেক

“আঙুল নামিয়ে কথা বলুন। মনে রাখুন, আপনি মনোনীত। আমি নির্বাচিত।” দিল্লিতে (Delhi) জাতীয় নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

২০২৫: বছরজুড়ে ভাইরাল যাঁরা, বছর শেষে কোথায় তাঁরা!

ডিজিটাল যুগে ভাইরাল হওয়া এখন আর শুধু তারকাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। ২০২৫ শেষ হতে আর মাত্র কয়েকটা ঘণ্টার...

BSL নিয়ে অহেতুক কুৎসা, সৌরভের ভিত্তিহীন অভিযোগ নিয়ে কড়া জবাব শ্রাচির

ভারতীয় ফুটবলের সংকটের সময়ের আলোর দিশা দেখাচ্ছে বেঙ্গল সুপার লিগ (Bengal Super League)। সারা দেশে যেখানে ফুটবল স্তব্দ...