Thursday, January 15, 2026

ঋদ্ধিকে সাংবাদিকের হুমকির ঘটনার পরই নড়েচড়ে বসল বিসিসিআই, নতুন গাইডলাইন বিসিসিআইয়ের

Date:

Share post:

গতকালই নিজের টুইটারে এক সাংবাদিকের লেখা স্ক্রিনশট শেয়ার করেন ঋদ্ধিমান সাহা ( Wriddhiman Saha)। যেখানে তিনি দাবি করেছেন, ‘সম্মানিত’ এক সাংবাদিকের হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে। এই ঘটনায় এবার আসরে নামল বিসিসিআই।

আর এই ঘটনার পরই নড়েচড়ে বসল বিসিসিআই। ইতিমধ্যেই ঋদ্ধিকে সেই সাংবাদিকের নাম প্রকাশের জন্য অনুরোধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়া এই বিষয়টিকে মাথায় রেখে মিডিয়ার জন্য নয়া গাইডলাইন প্রকাশ করল বিসিসিআই।

শ্রীলঙ্কা সিরিজ থেকেই চালু হবে এই নয়া গাইডলাইন

এই নয়া গাইডলাইনের নতুন নিয়মগুলি হল –

কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সঙ্গে কোনও বার্তালাপ করা যাবে না।

সমস্ত যোগাযোগ বিসিসিআইয়ের মিডিয়া ম্যানেজার মারফত যেতে হবে।

একই গাইডলাইন প্রযোজ্য হবে অনুর্ধ্ব ১৯ ক্রিকেটারদের জন্য।

ক্রিকেটাররা কেবল মিডিয়া ম্যানেজারকে নিয়েই সাংবাদিক বৈঠক কিংবা কোনও জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারবে। আর তা হবে বিসিসিআইয়ের অনুমোদনের পরেই।

যদিও কোনও সাংবাদিক বিসিসিআইয়ের অনুমতি ছাড়া চুক্তিবদ্ধ ক্রিকেটার সঙ্গে কথা বলার চেষ্টা করে, তাহলে তাকে ন্যুনতম এক বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে।

এই নিয়ে এক শীর্ষস্থানীয় বিসিসিআই আধিকারিক বলেছেন, “যা ঘটেছে তা হওয়া উচিত হয়নি। আমরা সাংবাদিকদের সম্মান করি এবং বুঝতে পারি যে কিছু সময়ে, ওদেরও সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে চাপ থাকে। কিন্তু সেই সম্পর্কগুলির ভুল ব্যবহার করলে চলবে না। আমরা কিছু নতুন গাইডলাইন মিডিয়ার জন্য এনেছি, যার মাধ্যমে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সঙ্গে কথা বলা যাবে, যেহেতু প্রতিটা ক্রিকেটারের সাথে সংযোগ স্থাপন বন্ধ করা সম্ভব নয়।”

ঘটনার সূত্রপাত গতকালের ঋদ্ধির একটি পোস্টকে ঘিরে। নাম না করে ওই সাংবাদিকের পাঠানো মেসেজের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পাপালি। যেখানে তিনি জানান, দল থেকে বাদ পড়া নিয়ে কোনও কথা বলতে না চাওয়ায় তাঁকে রীতিমতো এক সাংবাদিকের হুমকির মুখে পড়তে হয়েছে। শেয়ার করা স্ক্রিনশটে লেখা রয়েছে, ঋদ্ধিমান ফোন না ধরায় তিনি অপমানিত বোধ করেছেন। আর তিনি অপমান হালকাভাবে নেন না। আর এর পরই আক্ষেপের সুরে পাল্টা পোস্টের ক্যাপশনে বাংলার উইকেটরক্ষক লেখেন, “ভারতীয় ক্রিকেটে এতদিনের অবদানের পর এটাই আমার প্রাপ্তি ছিল। একজন সম্মানীয় সাংবাদিকের থেকে এমন মেসেজ পেতে হচ্ছে। এই পথেই এগিয়েছে সাংবাদিকতা।”

আরও পড়ুন:Rahul Dravid: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের চিন্তাভাবনা শুরু দ্রাবিড়ের

 

spot_img

Related articles

যত কাণ্ড ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনেই, স্টেডিয়ামে বাঁদর! পাখির উপদ্রবে থমকে গেল ম্যাচ

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে(India Open )। দিল্লিতে দূষণের জন্য নাম তুলে নিয়েছেন ডেনমার্কের তারকা...

সিঙ্গুরে ‘টাটার মাঠে’ মোদির সভার জন্য বিনা অনুমতিতে জমি কেড়েছে বিজেপি! বিডিও-কে নালিশ

ন্যানোর জন্য জমি কাড়ার বিতর্কে পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভার জন্য সিঙ্গুরে (Singur) অনুমতি না...

SIR-এর চাপে ব্যাহত ক্লাস! লেখাপড়ার ঘাটতি মেটাতে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবার ডিজিটাল লার্নিং

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (SIR duty impact) বাড়তি দায়িত্বে সাম্প্রতিক মাসগুলিতে বহু শিক্ষক নিয়মিত ক্লাস নিতে...

রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম বিধি’ বা ফার্স্ট স্ট্যাচিউট কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সি ভি আনন্দ...