Friday, November 7, 2025

রাশিয়ার সাধারণ মানুষকে পুতিন- হত্যার পরামর্শ মার্কিন সেনেটরের, পাল্টা আক্রমণ রাশিয়ান দূতাবাসের

Date:

Share post:

“পুতিনকে সরিয়ে দিতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।” রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Russian President Vladimir Putin) হত্যার পরামর্শ দিলেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম (Lindsey Graham)। আজ নবম দিনেও যুদ্ধ চলছে রাশিয়া- ইউক্রেনের। মারা যাচ্ছে বহু সাধারণ মানুষ। যুদ্ধ নিয়ে সারা বিশ্বে তোলপাড়। এই সংকটের মাঝেই মার্কিন সেনেটর রাশিয়ার সাধারণ মানুষকে পুতিন- হত্যার পরামর্শ দিচ্ছেন। পাল্টা লিন্ডসেকে আক্রমণ করেছে রাশিয়ান দূতাবাস।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম (Lindsey Graham) বলছেন, “রাশিয়া- ইউক্রেন যুদ্ধ মেটাতে পারে একমাত্র রাশিয়ার সাধারণ মানুষ। কোনও একজন রাশিয়ান যদি পুতিনকে সরিয়ে দিতে পারেন তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। নিজের দেশের মহান সেবা করবেন। শুধু দেশ নয়, সারা বিশ্বের জন্য এক মহান অবদান হয়ে থাকবে এই কাজ।”

তারপর লিন্ডসে নিজের টুইটার হ্যান্ডেলে ইতিহাসের বিভিন্ন হত্যাকারীদের নাম টেনে লেখেন, “রাশিয়ায় কি কোনও ব্রুটাস আছে? বা তুলনামূলকভাবে সফল কর্নেল স্টফেনবার্গ?”

আরও পড়ুন: ভোট প্রচারে উত্তরপ্রদেশে ইউক্রেন ইস্যু হাতিয়ার মোদির

কে এই ব্রুটাস বা কর্নেল স্টফেনবার্গ?

বিখ্যাত রোমান শাসক জুলিয়াস সিজারকে হত্যা করেন তাঁরই সেনাপ্রধান ব্রুটাস। মার্কিন সেনেটর সম্ভবত এই ব্রুটাসের কথাই উল্লেখ করেছেন তাঁর ট্যুইটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে জার্মান একাধিনায়ক হিটলারকে হত্যা করার চেষ্টা করেন তাঁর সেনাবাহিনীর এক অফিসার। তিনি হলেন কর্নেল স্টফেনবার্গ। যদিও তাঁর উদ্দেশ্য সফল হয়নি। সেই কারণেই মার্কিন সেনেটর কর্নেল স্টফেনবার্গের কথা উল্লেখ করেছেন।

মার্কিন সেনেটর লিন্ডসে আরও লিখেছেন,”জানি আমার কথাগুলো শুনতে খুব সহজ হলেও কাজে খুবই কঠিন।” লিন্ডসের টুইটারে লেখেন “যদি আপনারা সারাজীবন অন্ধকারাচ্ছন্ন অবস্থায় না কাটাতে চান, যদি সারা বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে সাংঘাতিক দারিদ্র দুর্দশার মধ্যে না থাকতে চান, তাহলে নিজেদেরকেই এগিয়ে আসতে হবে।” এর প্রতিবাদ করে রাশিয়ান দূতাবাসের তরফে জানানো হয়, “এই ধরনের কথা গ্রহণযোগ্য নয়। অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন মার্কিন সাংসদ।”

 

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...