Saturday, August 23, 2025

রাশিয়ার সাধারণ মানুষকে পুতিন- হত্যার পরামর্শ মার্কিন সেনেটরের, পাল্টা আক্রমণ রাশিয়ান দূতাবাসের

Date:

Share post:

“পুতিনকে সরিয়ে দিতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।” রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Russian President Vladimir Putin) হত্যার পরামর্শ দিলেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম (Lindsey Graham)। আজ নবম দিনেও যুদ্ধ চলছে রাশিয়া- ইউক্রেনের। মারা যাচ্ছে বহু সাধারণ মানুষ। যুদ্ধ নিয়ে সারা বিশ্বে তোলপাড়। এই সংকটের মাঝেই মার্কিন সেনেটর রাশিয়ার সাধারণ মানুষকে পুতিন- হত্যার পরামর্শ দিচ্ছেন। পাল্টা লিন্ডসেকে আক্রমণ করেছে রাশিয়ান দূতাবাস।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম (Lindsey Graham) বলছেন, “রাশিয়া- ইউক্রেন যুদ্ধ মেটাতে পারে একমাত্র রাশিয়ার সাধারণ মানুষ। কোনও একজন রাশিয়ান যদি পুতিনকে সরিয়ে দিতে পারেন তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। নিজের দেশের মহান সেবা করবেন। শুধু দেশ নয়, সারা বিশ্বের জন্য এক মহান অবদান হয়ে থাকবে এই কাজ।”

তারপর লিন্ডসে নিজের টুইটার হ্যান্ডেলে ইতিহাসের বিভিন্ন হত্যাকারীদের নাম টেনে লেখেন, “রাশিয়ায় কি কোনও ব্রুটাস আছে? বা তুলনামূলকভাবে সফল কর্নেল স্টফেনবার্গ?”

আরও পড়ুন: ভোট প্রচারে উত্তরপ্রদেশে ইউক্রেন ইস্যু হাতিয়ার মোদির

কে এই ব্রুটাস বা কর্নেল স্টফেনবার্গ?

বিখ্যাত রোমান শাসক জুলিয়াস সিজারকে হত্যা করেন তাঁরই সেনাপ্রধান ব্রুটাস। মার্কিন সেনেটর সম্ভবত এই ব্রুটাসের কথাই উল্লেখ করেছেন তাঁর ট্যুইটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে জার্মান একাধিনায়ক হিটলারকে হত্যা করার চেষ্টা করেন তাঁর সেনাবাহিনীর এক অফিসার। তিনি হলেন কর্নেল স্টফেনবার্গ। যদিও তাঁর উদ্দেশ্য সফল হয়নি। সেই কারণেই মার্কিন সেনেটর কর্নেল স্টফেনবার্গের কথা উল্লেখ করেছেন।

মার্কিন সেনেটর লিন্ডসে আরও লিখেছেন,”জানি আমার কথাগুলো শুনতে খুব সহজ হলেও কাজে খুবই কঠিন।” লিন্ডসের টুইটারে লেখেন “যদি আপনারা সারাজীবন অন্ধকারাচ্ছন্ন অবস্থায় না কাটাতে চান, যদি সারা বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে সাংঘাতিক দারিদ্র দুর্দশার মধ্যে না থাকতে চান, তাহলে নিজেদেরকেই এগিয়ে আসতে হবে।” এর প্রতিবাদ করে রাশিয়ান দূতাবাসের তরফে জানানো হয়, “এই ধরনের কথা গ্রহণযোগ্য নয়। অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন মার্কিন সাংসদ।”

 

spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...