Wednesday, December 3, 2025

Viswabharati: বিশ্বভারতীতে বিক্ষোভ: পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

ছাত্র বিক্ষোভের জেরে কয়েকদিন ধরে বারবার উত্তপ্ত বিশ্বভারতী (Visvabharati)চত্বর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ঘরে তালা দিয়ে রেখেছে বলে অভিযোগ। এই বিষয়ে বীরভূমের (Birbhum) পুলিশ (Police) সুপারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ২৪ ঘণ্টার মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে।

অচলাবস্থা কাটানোর বিষয়ে হস্তক্ষেপ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই মামলার শুনানিতে পড়ুয়ারা অভিযোগ করেন, ক্লাসরুমে তালা দিয়ে রেখেছে কর্তৃপক্ষ। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। ক্লাসরুমে তালা দিয়ে রেখে পঠনপাঠনে বিশ্বভারতী কর্তৃপক্ষ বাধার সৃষ্টি করছে কি না? যদি ঘর বন্ধ করে রাখা হয় তা হলে কেন দেওয়া হয়েছে? সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বীরভূমের পুলিশ সুপারকে নির্দেশ দেন বিচারপতি।

আদালতের নির্দেশ মেনে আইন মোতাবেক এবং পুলিশকে জানিয়ে নির্দিষ্ট স্থানে আন্দোলন করছে বলে শুনানিতে ছাত্রদের তরফে বলা হয়। মামলাকারীর আইনজীবীদের তরফে অভিযোগ, জেলাপুলিশ সব দেখেও নীরব। আদালতে এই বিষয়ে মামলা দায়ের হওয়ার পরে প্রথম শুনানিতে আদালত বলে, আন্দোলন করার অধিকার গণতান্ত্রিক দেশে সকলেরই রয়েছে। তবে তা শান্তিপূর্ণ পথে করতে হবে। আন্দোলনের জেরে কোনওভাবেই পঠনপাঠনের যেন ক্ষতি না হয়। ১০ দিনের মধ্যে একইসঙ্গে পড়ুয়াদের দাবিগুলি হলফনামার আকারে জমা দিতে বলা হয়েছিল।

এদিন শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে বীরভূমের পুলিশ সুপারকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে পুলিশ সুপারকে ভার্চুয়াল শুনানিতে হাজির থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন:৩১ মার্চ রাজ্যসভার ১৩ আসনে নির্বাচন, ঘোষণা কমিশনের

 

spot_img

Related articles

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...