প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্যাল। মঙ্গলবার দুপুর একটা নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। পাঁচ দিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি। মৃত্যু সময় তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় নিমতলা মহাশ্মশানে।
আরও পড়ুন:Petrol Diesel:ভোট মিটতেই টানা দুদিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
১৯৩৪ সালে বাংলাদেশে পাবনাতে জন্ম হয় তাঁর। নন্দীগ্রাম – সিঙ্গুর সহ বামেদের বিরুদ্ধে বহু আন্দোলনে তাঁকে প্রথম সারিতে দেখা যেত। রাজ্যে পরিবর্তনের পর স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান হয়েছিলেন সুনন্দ সান্যাল। মাতৃভাষায় শিক্ষার বিষয়ে সুনন্দ সান্যাল ছিলেন বাংলার শিক্ষা আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাম বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী ছিলেন সুনন্দবাবু। বাম জমানায় শিক্ষায় দলতন্ত্রের অভিযোগেও সরব হতে দেখা যায় তাঁকে। কামদুনি-সহ বেশ কিছু ঘটনার প্রতিবাদেও রাস্তায় নেমেছিলেন সুনন্দ স্যানাল। শিক্ষার উন্নয়নে মুখর থাকতেন তিনি।এদিন তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন বহু শিক্ষাবিদ-সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
