Thursday, December 18, 2025

গীতাঞ্জলি শ্রী-র উপন্যাস রেত সমাধির ইংরেজি অনুবাদ বুকারের জন্য মনোনয়ন পেল

Date:

Share post:

চলতি বছরে আন্তর্জাতিক  ম্যান বুকার( International Man Booker) পুরস্কারের জন্য মনোনয়ন পেল গীতাঞ্জলি শ্রী-র ( Geetanjali shree) হিন্দি উপন্যাস ‘রেত সমাধি’-র (Ret Samadhi) অনুবাদ গ্রন্থ ‘টম্ব অফ স্যান্ড’ (Tomb of Sand)।
৮০ বছরের এক বৃদ্ধার কাহিনি নিয়ে গড়ে উঠেছে  ‘রেত সমাধি’ উপন্যাসটি। নিজের যৌবন বেলায় দেশভাগ দেখছিলেন তিনি। স্বামীর মৃত্যুর পর পাকিস্থানে পাড়ি দেন। সেই সময়ের দগদগে স্মৃতি, ক্ষতগুলোর দিকে ফিরে তাকিয়েছেন বৃদ্ধা। একজন মেয়ের ভূমিকায়, একজন মায়ের ভূমিকায়, নারীর ভূমিকায় এবং নারীবাদীর
ভূমিকায় ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গী দিয়ে সেই  সময়ের  মূল্যায়ন করেছেন তিনি । সেই বয়ানকেই ধরে রাখতে চেয়েছেন এই উপন্যাসটিতে। হিন্দিতে লেখা এই উপন্যাসের অনুবাদ করেছেন অনুবাদক ডেইজি রকওয়েল ( Daisy Rockwell)।

 কোনও প্রত্যাশা ছিল না লেখিকার তাই এই স্বীকৃতি তাঁর কাছে খুব আনন্দের তো বটেই সঙ্গে চমকেরও জানিয়েছেন তিনি। বুকার পুরস্কারের বিগত পঞ্চাশ বছরের ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় ভাষার উপন্যাস স্বীকৃতি পেল। ভারতীয়  সাহিত্যে বিশেষত হিন্দি ভাষায় লেখা গল্প , উপন্যাসের ভাণ্ডার কিছু কম নয়। মুন্সি প্রেমচাঁদ, মহাদেবী বর্মা , হরিবংশ রাই বচ্চন , অমৃতা প্রীতম , ভীষ্ম সাহানি, অমৃতলাল নাগর শেষ হবে না তালিকা।
গীতাঞ্জলি শ্রী তাঁদেরই সুযোগ্য উত্তরসূরি ।

উত্তর প্রদেশের মৈনপুরের বাসিন্দা গীতাঞ্জলি  পাণ্ডে যিনি তাঁর  নিজের  নামের আগে মায়ের নামের আদ্যক্ষর শ্রী ব্যবহার করেন। তিনটি উপন্যাস এবং বেশ কয়েকটি  ছোট গল্প সঙ্কলনের লেখক । তাঁর  গল্প, উপন্যাস ইংরেজি, ফ্রেঞ্চ , জার্মান , সারবিয়ান এবং কোরিয়ান ভাষায় অনুদিত হয়েছে । তাঁর লেখা উপন্যাস  হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে যা আন্তর্জাতিক বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ।

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...