দেশজুড়ে ক্রমশই কমছে করোনা সংক্রমনের হার। করোনা থেকে মুক্তির পথে ক্রমশই এগোচ্ছে ভারত। সোমবার সপ্তাহের প্রথম দিন দেশের করোনা পরিসংখ্যানে এমনই তথ্য উঠে এল। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৮৬১ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৯২৯ জন।

তবে এই স্বস্তিদায়ক কোভিড গ্রাফের মাঝেও চিন্তার কারণ করোনার নতুন ভ্যারিয়েন্ট। ওমিক্রনের XE ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়ায় তা নিয়ে উদ্বেগ খানিকটা বেড়েছে। এই ভ্যারিয়েন্টটির সংক্রামক ক্ষমতা আরও বেশি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, কোভিড বড় বিপদ ছিল, তার সঙ্গে লড়াই করে অনেকটা পথ এগিয়ে এলেও বিপদ পুরোেপুরি কেটেছে, তা বলা যায় না। কারণ, রোগটা বহুরূপী। নতুন রূপ নিয়ে আবার ফিরতে পারে। তাই সতর্ক থাকতেই হবে।

করোনা যুদ্ধের মোকাবিলায় এক বছরের বেশি সময় ধরে দেশজুড়ে চলছে কোভিড টিকাকরণ। ছোটদেরও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। রবিবার থেকে শুরু হয়েছে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া। ইতিমধ্যে দেশে ১৮৫ কোটি ৭৪ লক্ষ ১৮ হাজার ৮২৭ ডোজ দেওয়া হয়েছে।
