জেলবন্দি(prisoner) স্বামী। ওদিকে স্ত্রীর ইচ্ছে তিনি অন্তসত্ত্বা হবেন। আর সেই দাবিতে আদালতে আবেদন জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে স্ত্রীর সেই আবেদন মেনে নিয়ে জেলবন্দি স্বামীর ১৫ দিনের ছুটি মঞ্জুর করলো যোধপুর হাইকোর্ট(Jodhpur High Court)।

জানা গিয়েছে এক ঘৃণ্য অপরাধের জন্য যাবজ্জীবনের শাস্তি ভোগ করছেন নন্দলাল নামে ওই ব্যক্তি। স্বামীর এহেন বন্দিদশায় রীতিমতো অসন্তুষ্ট তার স্ত্রী। এই পরিস্থিতিতে সরাসরি যোধপুর আদালতে আবেদন জানান ওই মহিলা। তার দাবি ছিল, আমার গর্ভবতী হওয়ার অধিকার রয়েছে এবং আমি সেটা চাই। তাই আমার স্বামীকে মুক্তি দেওয়া হোক। ওই মহিলার আবেদনের ভিত্তিতে নন্দলালের ১৫ দিনের ছুটি মঞ্জুর করা হয় আদালতে তরফে।

আরও পড়ুন:রাজ্যের মুকুটে নয়া পালক, টেলিমেডিসিনে দ্বিতীয় বাংলা

যোধপুর আদালতের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সন্দীপ মেহেতা (Sandeep Mehta) এবং ফারজাদ আলি মেনে নিয়েছেন যে, নন্দলাল জেলবন্দি থাকার জেরে তাঁর স্ত্রী মানসিক এবং শারীরিক সুখ থেকে বঞ্চিত হচ্ছেন। তাছাড়া ভারতের সংবিধান ‘বংশরক্ষার অধিকার’কে স্বীকৃতি দেয়। শুধু তাই নয়, হিন্দু, মুসলিম, শিখ, জৈন সব ধর্মেই বংশরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই ওই মহিলাকেও বংশরক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে চায়নি যোধপুর হাই কোর্ট।
