Monday, January 19, 2026

আদালতে বেফাঁস মন্তব্য, আনিসের বাবাকে হলফনামা দিয়ে ক্ষমা চাওয়া নির্দেশ বিচারপতির

Date:

Share post:

আদালত তথা বিচারপতির সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে হলফনামা দিয়ে ক্ষমা চাইতে নির্দেশ দেওয়া হল আনিস খানের (Anis Khan) বাবা সালেম খান (Salem Khan)কে। সোমবার, কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha) বেঞ্চে আনিস হত্যা মামলার শুনানির কথা ছিল। কিন্তু বিচারপতি না বসায় মামলাটি পিছিয়ে যায়। ঘটনায় সালেম খান আদালতকে অবমাননা করে মন্তব্য করেন বলেন অভিযোগ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কথাতেই শুনানি হয়নি। এই কথায় ক্ষুব্ধ হন বিচারপতি। তিনি বলেন, আনিসে বাবার যদি আদালতের উপর আস্থা না থাকে, তবে তিনি এই মামলার বিচারের কাজ থেকে সরে যেতে পারেন।

বেগতিক বুঝে আসরে নামেন আনিসের বাবার পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikas Ranjan Bhattacharya)। তিনি বিচারপতিকে মামলা না ছাড়ার অনুরোধ করেন। তাঁর কথায়, সালেম এক জন সাধারণ মানুষ। পুত্রশোকে মানসিক ভাবে বিধ্বস্ত। তিনি উচ্চশিক্ষিত বা রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আইনের প্রতি তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে বলে মন্তব্য করেন বিকাশরঞ্জন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন বিচারপতি রাজাশেখর। তিনি বলেন, মামলাকারীর মন্তব্য আদালত অবমাননার সামিল। এরপর, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumendranath Mukharjee) বিচারপতিকে বলেন, মামলাকারীর এমন মন্তব্য অভিপ্রেত নয়। কিন্তু দয়া করে বিচারপতি যেন মামলা ছেড়ে না দেন। এরপর মামলা শুনতে রাজি হন বিচারপতি রাজাশেখর। তবে আনিসের বাবাকে হলফনামা দিয়ে আদালতের কাছে ক্ষমা চাইতে হবে জানান বিচারপতি।

আরও পড়ুন:ব্যবসায়িক বিবাদেই বাঁশদ্রোণীতে গুলি! চিকিৎসাধীন ২ গুলিবিদ্ধ, আটক ৫

আনিস খানের মৃত্যুর তদন্ত এদিন মুখবন্ধ খামে ৮২ পাতার রিপোর্ট জমা দেয় সিট (SIT)। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রীয় ফরেনসিক দলের রিপোর্ট এবং পেন ড্রাইভ রিপোর্ট জমা দেন। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।




spot_img

Related articles

জামিনই প্রাপ্য, ব্যতিক্রম নয়: উমর-সারজিলের জামিনের পক্ষে প্রাক্তন প্রধান বিচারপতি

যে কোনও বিচারের ক্ষেত্রে জামিন আইনসঙ্গত পথ, কোনও ব্যতিক্রম নয়। বরাবর দেশের প্রধান বিচারপতির পদে থাকাকালীন এই বক্তব্যকে...

SIR শুনানিতে হাজির হলেন মোহনবাগান সচিব, জমা পড়ল টুটু বোসের নথিপত্র

সমাজের বিশিষ্টজনদের মতোই এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন মোহনবাগান(Mohun Bagan) ক্লাবের সচিব সৃঞ্জয় বোস (Srinjoy Bose) এবং প্রাক্তন সভাপতি...

নন্দীগ্রামে ‘আদি’র বাধায় বন্ধ ‘নব্য’ বিজেপির প্রচার! ভিডিও পোস্ট করে কটাক্ষ কুণালের

নন্দীগ্রামে (Nandiagram) সমবায় নির্বাচনে বড় ধাক্কা বিজেপির (BJP)। রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের...

মুম্বইয়ে হবে বিজেপির মেয়র! ভোটে জিতেও পদ হাতছাড়া হওয়ার আশঙ্কায় অপারেশন লোটাস

যাবতীয় কারচুপি করে বিধানসভার পরে পৌরসভা নির্বাচনে বিরোধীদের পরাস্ত করেছে মহাযুতি জোট। কিন্তু এত কিছুর পরেও বিজেপির বাণিজ্য...