Monday, November 10, 2025

স্বল্প জমায়েতে বিজেপির বিকাশ ভবন অভিযানের ফ্লপ-শো, জলকামানেই পিছু হটলেন সুকান্ত-তেজস্বীরা

Date:

Share post:

মঙ্গলবার বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন (BJP Agitation) অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেক করুণাময়ী চত্বরে। শিক্ষক নিয়োগে দুর্নীতি-সহ একাধিক অভিযোগে এদিন বিজেপি যুব মোর্চা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল। এই মিছিলের নেতৃত্বে ছিলেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল-সহ আরও অনেকে। তবে ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো শীর্ষ নেতারা।

করুণাময়ী মোড়ে জমায়াতের পর বিকাশ ভবন অভিমুখে রওনা হলে মাঝপথেই বিজেপির মিছিল (BJP Agitation) আটকে দেয় পুলিশ। ময়ূখ ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপির কর্মী-সমর্থকরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই দফায় দফায় জলকামান দিয়ে সেই মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। তাতেই কাজ না হয়ে যায়। পিছু হটতে শুরু করে নেতৃত্ব-সহ সমর্থকরা। প্রশাসনের তরফে মাইকিং করে জানানো হয় এই জমায়েত অবৈধ। সুতরাং, জমায়েত সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং পুলিশের পক্ষ থেকে যথেষ্ট সহনশীলতা ও ধৈর্যের প্রমাণ দেওয়া হয়। জমায়েত সরাতে কোনওরকম বল প্রয়োগের রাস্তায় হাঁটেনি পুলিশ। খুব বেশি বেগও পেতে হয়নি পুলিশকে। কিছুক্ষণের মধ্যেই জমায়েত সরিয়ে নেয় বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন-জল্পনাই সার: কংগ্রেসে যোগ দিচ্ছেন না, টুইটে জানালেন পিকে

আসলে বিজেপির এদিনের মিছিল ছিল কার্যত নির্বিষ। মাত্র কয়েকশো কর্মী-সমর্থক জমায়েত করে এই অভিযানে নামে বিজেপি। যা কার্যত সুপার ফ্লপ। এবং খুব বেশি সমর্থক না আসার খবর শুভেন্দু অধিকারীর কানে যাওয়ায় তিনিও বিকাশ ভবন অভিযানে যোগ দেননি বলেই খবর।

অন্যদিকে, বিজেপির যুব মোর্চার কর্মী-সমর্থকদের একটি অংশ মিছিলে প্রতিবাদ জানাতে হাজির হয়েছিলেন চপ-মুড়ি হাতে। এমন অভিনব প্রতিবাদের কারণ নিয়ে তাঁদের বক্তব্য, রাজ্যের একাধিক যুব চাকরি পাচ্ছেন না। যোগ্যরাও বঞ্চিত হচ্ছেন বিভিন্ন রকমের দুর্নীতির জন্য। আপাতত বাংলায় শুধুমাত্র চপ-মুড়ি ভেজেই সংসার চালাবেন তাঁরা।




spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...