Monday, May 5, 2025

কাশীপুর : প্রায় ৬ ঘন্টার চেষ্টায় মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাল পুলিশ

Date:

Share post:

প্রায় ছ’ ঘণ্টার চেষ্টায় অবশেষে কাশীপুরের নিহত যুবকের  দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  আর জি কর হাসপাতালে পাঠাল পুলিশ। যদিও দেহ উদ্ধার করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। নিহত যুবক অর্জুন চৌরাশিয়ার পরিবার প্রথমে দেহ ছাড়তে চাননি। চিৎপুর থানার পুলিশ আধিকারিকরা অনেকবার শান্তভাবে তাদের বোঝানোর চেষ্টা করেন। অবশেষে প্রায় ছ’ ঘণ্টা পরে পুলিশ দেহ উদ্ধারে সমর্থ হয়।

শুক্রবার সকালে টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিজেপি যুবমোর্চা নেতা বছর ছাব্বিশের অর্জুন চৌরাশিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। । পরিবার ও বিজেপি সমর্থকদের দাবি খুন করা হয়েছে অর্জুনকে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কলকাতায় পা রেখেই মৃত যুবমোর্চা নেতার কাশীপুরের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

যদিও তৃণমূলের দাবি, মৃত যুবক গত কলকাতা পুরসভা ভোটে তাদের হয়ে কাজ করেছিল। ঘটনাস্থলে এসে কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ দাবি করেন, কাশীপুরে মৃত যুবক পারিবারিকভাবে কংগ্রেসি পরিবারের ছেলে, বিজেপির সঙ্গে সম্পর্ক ছিল না। গত পুরভোটে তৃণমূলের হয়ে কাজ করেছিল। মৃত যুবকের বাবা কংগ্রেস করতেন। তিনিও আত্মহত্যা করে মারা গিয়েছেন। বিজেপি এখানে মৃত্যু নিয়ে রাজনীতি করছে।

এদিন চিৎপুর থানার পুলিশ মৃতদেহ দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে লালবাজারের বিশেষ টিম। পুলিশ জানিয়েছে মৃতর ঘর থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে।

 

spot_img

Related articles

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির...

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...