কপালজোরে প্রাণে বাঁচলেন বিহারের(Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব(Lalu Prasadh Yadav)। মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডে(Jharkhand) সরকারি সার্কিট হাউসে(circuit house) লালুর ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও তড়িঘড়ি সেই ঘর থেকে বের করে আনা হয় আরজেডি প্রধানকে। অত্যন্ত তৎপরতার সঙ্গে দ্রুত নিভিয়ে ফেলা হয় ঘরের আগুন।

ঝাড়খণ্ড পুলিশ সুত্রের খবর, ১৩ বছরের পুরানো একটি মামলায় বুধবার বিশেষ আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল লালুপ্রসাদ যাদবের। যার ফলে ঝাড়খণ্ডের পালামুর জেলা সদর মেদিনীনগরের সরকারি সার্কিট হাউসে ওঠেন লালু প্রসাদ যাদব। এদিন সকালে তিনি যখন ঘরে প্রাতরাশ করছিলেন ঠিক সেই সময় ঘরের একটি ফেলে আগুন লেগে যায়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কাঠের ছাদের একাংশে আগুন ধরে। কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ রুপ নেয় আগুন। এরপর ওই হাউসে উপস্থিত সরকারি কর্মী এবং আধিকারিকদের তৎপরতায় দ্রুত লালুকে ঘর থেকে বের করে আনা হয়। পাশাপাশি সার্কিট হাউসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিভিয়ে দেওয়া হয় আগুন। অন্যদিকে, লালু প্রসাদ যাদবের আইনজীবী প্রভাত কুমার জানিয়েছেন, আগামীকাল বুধবার আদালতের নির্দেশ মেনে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত ১৩ বছরের পুরনো মামলায় হাজিরা দেবেন তিনি।
