Tuesday, November 11, 2025

অগ্নিপথ: সেনা নিয়োগের নয়া পদ্ধতিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিলেন রাজনাথ

Date:

Share post:

অগ্নিপথ প্রকল্পের(Agneepath project) আওতায় ভারতের তিনি সেনাবাহিনীতে(Indian army) বড়সড় নিয়োগের কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার(central government)। মঙ্গলবার সেনা নিয়োগের এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানরাও। এদিন অগ্নিপথ প্রকল্পের নিয়োগের বিষয়টিকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আখ্যা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীর তিন বিভাগে চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করবে সরকার। যেখানে নিয়োগ করা হবে ৪৫ হাজার তরুণকে। যাদের বয়স হতে হবে ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে। চার বছর সম্পন্ন হওয়ার পর সমস্ত বিভাগে ১০০% সেনার চাকরি চলে যাবে। তবে ৩০ দিনের মধ্যে তাদের মধ্য থেকে পূর্ণাঙ্গ সময়ের জন্য ২৫% সেনাকে পুনরায় নিযুক্ত করবে সরকার। যাদের চাকরি থাকবে না তাদের এককালীন ১১ থেকে ১২ লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে। নতুন করে যাদের নিয়োগ হবে চাকরিতে যোগ দেওয়ার নয়া তারিখ ধরে তাঁদের নিয়োগ করা হবে। সেই তারিখের ভিত্তিতেই বেতন এবং পেনশন পাবেন সেনারা। এই পদ্ধতিতে নিয়োগ চালু হলে সেনাদের প্রথম চার বছরের পেনশনের ভার বহন করতে হবে না কেন্দ্রকে। তার ফলে ৫.২ কোটি টাকা বাঁচবে সরকারের।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে অগ্নিপথ প্রকল্পের নিয়োগ সম্পন্ন হবে প্রশিক্ষণের পর ২০২৩ সালের জুলাই মাসে প্রথম দফায় কাজ শুরু করবেন এই সেনা জওয়ানরা। অন্যদিকে সেনা সূত্রে জানা যাচ্ছে, চার বছর পর যে ৭৫% সেনাকে বসিয়ে দেওয়া হবে তারা সরকারের অন্যান্য কাজে বা বেসরকারি অফিসে চাকরি সুযোগ পেতে খুব একটা অসুবিধা হবে না। কারণ ৪ বছর সেনায় কাজ করার সুবাদে তারা কর্ম ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।


spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...