Monday, August 25, 2025

শাহের তোপের পরই সমাজকর্মী তিস্তা শীতলবাদকে গ্রেফতার করল গুজরাট ATS

Date:

Share post:

গুজরাট দাঙ্গা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সমাজকর্মী তিস্তা শীতলবাদকে(Tista Shitalbad) কাঠগড়ায় তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। আর খোদ শাহের কোপের মুখে পড়ার পরই গ্রেফতার হতে হল ওই সমাজকর্মীকে। শাহের বক্তব্যের কয়েক ঘণ্টার পরই মুম্বইয়ে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে গুজরাত অ্যান্টি টেরর স্কোয়াড(Gujrat ATS)। জানা যাচ্ছে, আজই গুজরাটের আহমেদাবাদে নিয়ে যাওয়া হবে তাঁকে।

গত শুক্রবারই গুজরাত দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ তদন্তকারী দলের দেওয়া ক্লিনচিট বজায় রেখেছিল শীর্ষ আদালত। তিন বিচারতির ডিভিশন বেঞ্চ দাঙ্গায় নিহত কংগ্রেসের প্রাক্তন সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির আর্জি খারিজ করে দিয়েছিল। শীর্ষ আদালতের ওই নির্দেশকে হাতিয়ার করেই এদিন সকালে বিশিষ্ট সমাজকর্মী এবং গুজরাত দাঙ্গার ভয়াবহ চিত্র গোটা বিশ্বের কাছে তুলে ধরা সমাজকর্মী তিস্তা শীতলবাদকে তীব্র আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, ‘গুজরাত দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচার চালিয়েছেন সমাজকর্মী তিস্তা শীতলবাদ।’

খোদ শাহের এই বক্তব্যের পর স্বরাজ্য থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসা ব্যক্তিকে তুষ্ট করতে ময়দানে নামে গুজরাট সরকার। শীতলবাদকে গ্রেফতার করতে কোমর বেঁধে ময়দানে নামে গুজরাত অ্যান্টি টেরর স্কোয়াড। তাদের দুটি দলের একটি দল এদিন যায় সান্তাক্রুজ থানায় এবং অন্যটি যায় তিস্তার বাড়িতে। তাঁকে তুলে নিয়ে আসা হয় থানায়। এবং গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, এই ঘটনায় এক প্রাক্তন পুলিশ আধিকারিক আর বি শ্রীকুমারকেও গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন আইপিএস সঞ্জীব ভাটের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ অমিত শাহের তোপের পর যেভাবে ওই সমাজকর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করল গুজরাট অ্যান্টি টেরর স্কোয়াড তাতে প্রশ্ন উঠছেই।


spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...