Thursday, December 4, 2025

উল্টোরথে খুঁটিপুজোর মধ্য দিয়ে বেলিয়াঘাটা ৩৩ নং পল্লিবাসীবৃন্দের পুজোর ঢাকে কাঠি

Date:

Share post:

দুর্গাপুজোর (Durga Puja) প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। আর তিন মাস পরেই পুজো। যদিও গত বছরের চেয়ে  এই বছরও করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।এখন খুঁটি পুজোর (Khuti Puja) মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে জাঁক জমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। খুঁটিপুজোর ধারণাটি আসলে এসেছে প্রায় শত বছর পুরনো এক রীতি থেকে। আগে এত ক্লাব, থিম, প্রতিযোগিতার পিছনে ছোটাছুটি ছিল না। পুজো মানেই ছিল বনেদি বাড়ির সাবেকি একচালা প্রতিমা। আর সেই সময় মূলত বাড়ির ঠাকুর দালানে গড়া হত প্রতিমা। তখন থেকেই  অনেকে  রথযাত্রার শুভ দিনে, মাটির প্রতিমার কাঠের ফ্রেমকে পুজো করা হত। যেটি ‘কাঠামো পুজো’ (Kathamo Puja) বলেই পরিচিত।

এরপর একটু একটু করে গড়ে উঠত দুর্গা প্রতিমা।যত দিন যাচ্ছে বেড়ে চলেছে খুঁটিপুজোর চাকচিক্য। আগের পুজো প্যান্ডেলের উদ্বোধনে দেখা যেত তারকা বা রাজনৈতিক ব্যক্তিত্বদের। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে খুঁটি পুজোর দিন থেকেই বিভিন্ন তাবড় পুজো প্যান্ডেলগুলিতে বসে আমন্ত্রিত তারকাদের হাট।  শনিবার উল্টোরথের দিন বেলিয়াঘাটা ৩৩ নং পল্লিবাসীবৃন্দের খুঁটিপুজো অনুষ্ঠিত হল।

আর এই খুঁটিপুজোতে বসেছিল চাঁদের হাট।কে উপস্থিত ছিলেন না।মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,সাংসদ অর্জুন সিং, মন্ত্রী মনোজ তেওয়ারি, ফুটবলার এ্যালভিটো, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ,বাবুল সুপ্রিয়, বিধায়ক পরেশ পাল, মেয়র পারিষদ দেবাশিস কুমার, স্বর্ণ কমল সাহা, পুজোর সেক্রেটারি হাবু সাহা, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ, যুব তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন ভট্টাচার্য সহ বিশিষ্টরা।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আনন্দেরও যে একটা লড়াই হতে পারে সেটা আমাদের এই দুর্গাপুজো দেখেই বোঝা যায়।আর এই সুন্দর লড়াইটা পৌঁছে গেছে বিদেশের শীর্ষস্তরে। সেটা পৌঁছে দিতে সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে দুর্গাপুজো।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ৩৩ পল্লী দুর্গাপুজোকে সারা বাংলায় অন্যরকমভাবে পৌঁছে দিয়েছে।এবার করোনা পরিস্থিতি অনেকটাই ভাল। তাও তারা সতর্কতা অবলম্বন করে পুজো করছেন। সবমিলিয়ে এদিন খুঁটিপুজোর মধ্য দিয়ে ৩৩ পল্লিবাসীবৃন্দের পুজোর ঢাকে কাঠি পড়ল। এদিন এখানে রথ সাজানোর প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

 

 

spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...