Thursday, July 3, 2025

চাকরি-আর্থিক প্যাকেজের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ: দেউচা পাঁচামি থেকে সমাবেশে আসেছে ৫টি আদিবাসী নাচের দল

Date:

Share post:

রাজ্যে শিল্পোন্নয়নের জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেউচা পাঁচামিতে (Deucha Panchami) বৃহত্তম কয়লাখনিকে কেন্দ্র করে শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছেন তিনি। এতে চেহারা পাল্টে যাবে এলাকার। চাকরির সুযোগ পাবেন বেকার যুবক-যুবতীরা। ইতিমধ্যেই চাকরি-আর্থিক প্যাকেজ মিলেছে। সেই জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে একুশে জুলাইয়ের সমাবেশে আসছে আদিবাসী নাচের দল।

হরিণ শিঙা, দেওয়ানগঞ্জ-সহ বিভিন্ন আদিবাসী এলাকার শিল্পী পানমনি টুডু, মাকু সোরেন, বাহামণি টুডু, বিটি হেমব্রম, লেমদে সোরেন- রাজ্য সরকারের আর্থিক প্যা কেজে খুশি। পরিবারের সদস্যিরা পেয়েছে চাকরি। তাই এবারে একুশে জুলাইয়ের সভায় আসছে তিনি। তাঁরা জানান, আমরা শিল্পী। আমরা পারিশ্রমিকের বিনিময়ে বিভিন্ন সভায় অনুষ্ঠান করি। কিন্তু এবার একটু আলাদা। পারিশ্রমিক নিচ্ছি না। আমরা খুশিতে যাচ্ছি। মুখ্যটমন্ত্রী কথা রেখেছেন। তাই তাঁকে ধন্যবাদ জানাতে আনন্দে অনুষ্ঠান করতে যাচ্ছি।

আদিবাসী সেলের নেতা সুনীল সোরেন (Sunil Soren) বলেন, একুশে জুলাই প্রতিবারই আদিবাসীরা সামিল হন। আদিবাসী নাচ-গান হয়। কিন্তু যেহেতু মুখ্যবমন্ত্রী প্রতিশ্রুতি মতো আকর্ষণীয় প্যাতকেজ দিয়েছেন এবং সবাই উপকৃত। তাই এবার একুশে জুলাইয়ের সভায় যাওয়ার উদ্দীপনা একটু বেশীই।

২৬০ জনের মধ্যের ১৪৯ জন চাকরিতে যোগদান করে প্রশিক্ষণ নিতে চলে গিয়েছেন। মহম্মদ বাজার ব্লকে আপাতত দুটো বাসের ব্যছবস্থা হয়েছে। পাঁচটা নাচের দল আসছে। এক একটি নাচের দলে মহিলা-পুরুষ মিলে দশ বারো জন করে আছেন। সবাই চিরাচরিত আদিবাসী পোশাকে ধামসা মাদল, লাকারা নিয়ে ধর্মতলার সভায় হাজির থাকবেন। তাঁদের মধ্যে কিছু জনকে মঞ্চেও দেখা যেতে পারে।

 

 

 

spot_img

Related articles

হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি-র অভিনব উদ্য়োগ, নিয়ম মেনে চালকরা পেলেন উপহার

কলকাতায় চলছে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার অভিনব কর্মসূচি নিল হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড। ওসি সৌভিক চক্রবর্তীর...

মাঝ আকাশে খসে পড়ল জানলার ফ্রেম, স্পাইসজেটের দাবি—“নেই কোনও ঝুঁকি”

আকাশে ওড়ার মাঝপথে হঠাৎই খুলে পড়ল জানলার একটি ফ্রেম! ঘটনাটি ঘটেছে স্পাইসজেটের (Spicejet) Q400 গোয়া থেকে পুনে যাওয়ার...

পুনেতে ধর্ষণ করে ‘সেলফি’ ডেলিভারি বয়ের, উচ্চবিত্ত আবাসনেও নেই নিরাপত্তা!

নিরাপত্তার বেষ্টনী টপকে পুনে শহরের উচ্চবিত্ত নামকরা আবাসনে ধর্ষণের (Rape in Pune) ঘটনা! ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে...

কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

কাকার সঙ্গে প্রেম! যার জেরে বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি (Contract killer) লাগিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল...