করোনা (Corona) নিয়ে উদ্বেগ বাড়ছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল ২১ হাজারের গণ্ডি। সেই সঙ্গে চিন্তা বাড়ালো সক্রিয় রোগীর সংখ্যা(Active case)। দৈনিক পজিটিভিটি রেটও আগের দিনের থেকে অনেকটা বেড়ে হয়েছে ৪.২৫ শতাংশ।

করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের চিন্তা কাটছে না। মাঝে দুদিন দৈনিক সংক্রমণের হার একটু কমলেও ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। বুধবার দৈনিক আক্রান্ত পেরিয়েছিল ২০ হাজার। বৃহস্পতিবার সকালের রিপোর্ট বলছে , আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ২১ হাজার।বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৬৬ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫ জন। এই নিয়ে দেশের মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৩৮ লক্ষ ২৫ হাজারের কাছাকাছি। ইতিমধ্যেই বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে বাংলা-সহ ৯ রাজ্যকে সতর্ক করেছে। এই ৯টি রাজ্য হল কেরল, বাংলা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অসম, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, মিজোরাম, অরুণাচল প্রদেশ। পাশাপাশি সব রাজ্যের সব জেলাকেও সতর্ক করা হয়েছে।
