Sunday, August 24, 2025

ঝাড়খণ্ড-যোগে সিআইডি-র জালে ব্যবসায়ী মহেন্দ্র, অসুস্থ বোধ করায় নিয়ে যাওয়া হয় এসএসকেএমে

Date:

Share post:

ঝাড়খণ্ডের (Jharkhand) ৩ কংগ্রেস বিধায়কদের টাকা দেওয়ার ঘটনায় অবশেষে গ্রেফতার লালবাজারের ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল (Mahendra Agarwal)। বুধবার সকালে তাঁকে গ্রেফতার করে ভবানী ভবনে (Bhawani Bhawan) নিয়ে যান সিআইডির (CID) আধিকারিকরা। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মহেন্দ্র। হুইল চেয়ারে তাঁকে ভবানী ভবনের বাইরে নিয়ে আসেন সিআইডি আধিকারিকরা। এরপরই মহেন্দ্রকে চিকিৎসার জন্য এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যবসায়ীর মেডিক্যাল চিকিৎসার পরই তাঁর অসুস্থতার কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

ঝাড়খণ্ডের ধৃত তিন কংগ্রেস বিধায়কদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে সিআইডির গোয়েন্দারা পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের অফিস ও বাড়িতে তল্লাশি অভিযান চালায়। এরপর বিবাদী বাগের বিকানের বিল্ডিংয়ের অফিস থেকে মঙ্গলবার উদ্ধার হয়েছে ৩৪৭৭০০ টাকা ও ২৫০টি রুপোর কয়েন। মিলেছে কয়েকটি ব্যাঙ্কের পাসবুক, পাসপোর্ট ও হার্ড ডিস্ক। মঙ্গলবার সিআইডির গোয়েন্দাদের সঙ্গে যৌথ তল্লাশি অভিযান চালায় হেয়ার স্ট্রিট থানার পুলিশও।

তবে সিআইডি আধিকারিকরা মনে করছেন এই গোটা ঘটনার সঙ্গে হাওয়ালার যোগ রয়েছে। কয়েক লক্ষ টাকা ইতিমধ্যেই সেখান থেকে উদ্ধার হয়েছে। টাকা উদ্ধারের প্রক্রিয়া ভিডিওগ্রাফির মাধ্যমে রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। গত শনিবার সন্ধেয় ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়। কোথা থেকে এল এত নগদ টাকা? তার কোনও সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত বিধায়করা। এরপর সিআইডির তদন্তে উঠে আসে মহেন্দ্র আগরওয়ালের নাম। সেই সূত্র ধরে মঙ্গলবার বিকানের বিল্ডিংয়ে হানা দেয় সিআইডির আধিকারিকরা।


spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...