পাচার হয়ে কলকাতা থেকে চলে গিয়েছিল উত্তরবঙ্গে। কিন্তু পুলিশের চেষ্টায় উদ্ধার হল নাবালিকা। আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় সেই অপহরণের মামলার কিনারা শেষমেশ হল জলপাইগুড়িতে। পুলিশের টানা তল্লাশিতে উদ্ধার হয় নাবালিকা। গ্রেফতার পাচারকারীও।

আরও পড়ুন:পুরসভার নির্দেশে আপাতত বন্ধ মহম্মদ আলি পার্কের পুজো মন্ডপ তৈরির কাজ
জানা গিয়েছে, অভিযুক্তের নাম আমন গুপ্তা।অভিযুক্ত যুবক জলপাইগুড়িতে এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল। সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জলপাইগুড়ির পুরনো পাণ্ডাপাড়া থেকে অপহৃত ওই নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ওই নাবালিকাকে ভিনরাজ্যে পাচারের অভিসন্ধি ছিল।
ইতিমধ্যেই কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল নাবালিকা সহ ওই পাচারকারীকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে।
এ প্রসঙ্গে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ‘কোতোয়ালি থানার সহযোগিতায় কলকাতা পুলিশের একটি দল ওই অপহৃত নাবালিকাকে উদ্ধার করে। অভিযুক্ত যুবককেও গ্রেফতার করা হয়েছে।’















