Friday, November 14, 2025

পুরুলিয়া সূচ কাণ্ডে ‘ফাঁসি’ রদ, অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

মৃত্যুদণ্ডের সাজা (Order of Death Sentence) রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের (Life Imprisonment) নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। বৃহস্পতিবার পুরুলিয়া সূচ কাণ্ডে (Purulia Child Murder) বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি বিভাস রঞ্জন দে-র ডিভিশন বেঞ্চ (Division Bench) সাফ জানিয়ে দেন, আগামী ৩০ বছর করা যাবে না জামিনের (Bail) আবেদন।

ঘটনার সূত্রপাত ২০১৭ সালে। পুরুলিয়ায় এক শিশুকন্যার শরীরে একাধিক সূচ ফুটিয়ে তাকে নৃশংস ভাবে মেরে ফেলার অভিযোগ ওঠে শিশুর মা মঙ্গলা গোস্বামী ও তাঁর প্রেমিক সনাতন ঠাকুরের বিরুদ্ধে। শিশুটির ক্ষতবিক্ষত শরীর থেকে কমপক্ষে ৭টি সূচ পাওয়া যায়। গত ২০২১ সালের ২১ সেপ্টেম্বর প্রায় চার বছর পর অভিযুক্তদের ফাঁসির সাজা শোনানো হয়। পুরুলিয়ার ফাস্ট ট্র্যাক আদালতের (Purulia Fast Track Court) সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই যাবজ্জীবনের সাজা দিল কলকাতা হাইকোর্ট।

২০১৭ সালের জুলাই মাসে পুরুলিয়ার সূচ কাণ্ডের এই বেনজির ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দেয় রাজ্যে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শিউড়ে ওঠে রাজ্যবাসী। পুরুলিয়ার নদিয়াড়া গ্রামের ওই ৩ বছরের শিশু কন্যার শরীরে একাধিক সূচ ঢুকিয়ে নৃশংসভাবে মেরে ফেলা হয়। পরে শিশুটিকে দেবেন মাহাত সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান শিশুটির সারা শরীরে ছিল সূচের দাগ। এমনকি যৌনাঙ্গেও গভীর ক্ষতের চিহ্ন দেখতে পান চিকিৎসকরা। এরপর শিশুটির শরীরের এক্স রে (X Ray) রিপোর্টে উঠে আসে হাড়হিম করার মতো তথ্য। চিকিৎসকরা জানান, শিশুটির শরীরে সাতটি বড় সূচ রয়েছে।

সম্প্রতি সুপ্রিম কোর্ট (Supreme Court of India) জানিয়েছে, যদি অপরাধীর বিরুদ্ধে একশো শতাংশ প্রমাণ থাকে তবেই ফাঁসির সাজা দেওয়া যেতে পারে, নাহলে নয়। সে কথা উল্লেখ করেই এদিন ফাঁসির সাজা রদ করে কলকাতা হাইকোর্ট।
এদিকে পুলিশ সূত্রে খবর, মঙ্গলা তাঁর স্বামীকে ছেড়ে কন্যা সন্তানকে নিয়ে সনাতনের বাড়িতেই থাকতে শুরু করেন।স্থানীয়রা সেসময় জানান যে দুজনে কালা জাদুর চর্চা করতেন।পুলিশ জানিয়েছিল, গ্রেফতার হওয়ার পর জেরায় এই সব কথা স্বীকার করেছিলেন সনাতন ও মঙ্গলা।

 

 

spot_img

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...