Sunday, January 11, 2026

Hemant Soren: সোমবারের বিশেষ অধিবেশনে আস্থা ভোট চাইবেন সোরেন

Date:

Share post:

ঝাড়খণ্ড (Jharkhand) জুড়ে রাজনৈতিক টালমাটাল চলছেই, তার মাঝেই আগামিকাল সোমবার (৫ সেপ্টেম্বর) বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিধানসভার এই বিশেষ অধিবেশনেই আস্থা ভোট চাইবেন সোরেন (Hemant Soren)। সূত্র বলছে বিধানসভা সচিবালয়ের বিধায়কদের কাছে ইতিমধ্যেই একটি চিঠি পাঠান হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা প্রস্তাব পেশ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এমনকি পরিকল্পনা সাজাতে আজ রবিবার তাঁর বিধায়ক দলের বিশেষ সভা আহ্বান করা হয়েছে।

সরকার যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পথে হাঁটছে সে কথা কার্যত স্পষ্ট করেছেন ঝাড়খণ্ডের পরিষদীয় মন্ত্রী আলমগীর আলম (Alamgir Alam) । তিনি বলেছেন ঝাড়খণ্ডে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। খনি লিজে লাভজনক পদ বিতর্কে নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। মুখ্যমন্ত্রীর বিধায়ক পদ বাতিলের দাবি তুলেছে বিরোধী বিজেপি (BJP)। গত ২৫ অগাস্ট ঝাড়খণ্ডের রাজ্যপালের কাছে হেমন্ত সোরেনের বিধায়ক পদ নিয়ে সুপারিশ পাঠায় নির্বাচন কমিশন (Election Commission Of India)। যদিও সেই সুপারিশ এখনও প্রকাশ্যে আসেনি। তবে সোরেনের বিধায়ক পদ খারিজ নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ছে। যদিও ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (UPA)বলেছে যে বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীর অযোগ্যতা সরকারকে প্রভাবিত করবে না, কারণ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-কংগ্রেস-আরজেডি জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে। ঝাড়খণ্ড বিধানসভায় মোট বিধায়ক সংখ্যা ৮২। এরমধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (Jharkhand Mukti Morcha) বিধায়ক সংখ্যা ৩০। কংগ্রেসের ১৮ জন ছাড়াও রাষ্ট্রীয় জনতা দল (RJD), CPIML এবং NCP-র একজন করে বিধায়ক রয়েছেন শাসক জোটে। রায়পুরের রিসর্টে কংগ্রেসের ১৭ জন এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) ১৫ জন বিধায়ককে নিয়ে যাওয়া হয়েছিল। পরে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে রাঁচি ফিরে আসেন চার জন। জানা যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষমতাসীন শাসক জোটের ৩২ বিধায়ক ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে রাঁচিতে ফিরে যাচ্ছেন। এবার আপের কায়দায় আস্থা ভোটেই নিজের শক্তি প্রদর্শন করতে মরিয়া সোরেন ।

 

spot_img

Related articles

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...