বীরভূম বোমাকাণ্ডে NIA-এর চার্জশিট, নির্বাচনী সন্ত্রাসের ইঙ্গিত

বীরভূম(Birvum) বোমা বিস্ফোরণের তদন্তে নেমে সোমবার চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ(NIA)। আর এই চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হল নির্বাচনী সন্ত্রাস তৈরি করতে বীরভূমের লোকপুরে মজুত করা হয়েছিল বোমা(Bomb)। ঘটনায় মূল অভিযুক্ত বাবলু মণ্ডলের(Bablu Mondal) বাড়িতে তার সম্মতিতেই রাখা হয় এই বিস্ফোরক।

সোমবার আদালতে পেশ হওয়া ৫০ পাতার এই চার্জশিটে এনআইএ-র তরফে জানানো হয়েছে, ২০১৭ সালের পঞ্চায়েত নির্বাচন ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এলাকায় সন্ত্রাস ছড়ানোর উদ্দেশে বোমা মজুত করা হয়েছিল। যদিও যারা মজুত তাদের বেশিরভাগকেই এখন গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বীরভূমের লোকপুরে বাবলু মণ্ডলের বাড়িয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর এই ঘটনার তদন্তে নামে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। এই তদন্ত হস্তান্তরের দাবিতে আদালতের দ্বারস্থ হয় এনআইএ। এরপর আদালতের নির্দেশমতো তদন্ত হস্তান্তর হয় এনআইএ-র হাতে। গ্রেফতার করা হয় অভিযুক্ত বাবলু মণ্ডলকে। তবে ঘটনায় অভিযুক্ত আরও ২ জনের নাম জানা গেলেও এখন তাদের নাগাল পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে এনআইএ-র এই চার্জশিট প্রসঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারকে সমস্যায় ফেলতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। অবশ্য একইসঙ্গে এটাও জানানো হয়েছে, যেহেতু এই ঘটনা তদন্তাধীন বিষয় ফলে এই বিষয় নিয়ে কিছু জানাতে রাজি হননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।