আবারও বিস্ফোরক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। সর্বভারতীয় ফুটবল সংস্থার (AIFF) সেক্রেটারি জেনারেল পদে শাজি প্রভাকরণের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবার প্রশ্ন তুললেন বাইচুং। বাইচুং-এর অভিযোগ, অন্যায্য ভাবে নিয়োগ করা হয়েছে শাজি প্রভাকরণকে। যেখানে মানা হয়নি নিরপেক্ষতা। শাজি প্রভাকরণকে সরিয়ে নতুন সেক্রেটারি জেনারেল নিয়োগ করার দাবি তুলেছেন বাইচুং। এই নিয়ে বাইচুং এআইএফএফ সভাপতিকে একটি চিঠি লিখেছেন।

সূত্রের খবর, আগামী সোমবার কলকাতায় এআইএফএফের কর্মসমিতির বৈঠক। সেখানে যোগ দেবেন কর্মসমিতির সদস্য বাইচুং। আর সেই সভায় শাজির বিষয়টি তুলবেন ভারতের প্রাক্তন ফুটবলার।

বাইচুং এআইএফএফ সভাপতিকে চিঠিতে লিখেছেন, ৩ সেপ্টেম্বরের সভায় সেক্রেটারি জেনারেল হিসাবে শাজিকে নিয়োগ করা হয়। তিনি সেই সভায় না থাকলেও তিনি জানতে পেরেছেন, সেখানে শাজি শুরু থেকেই হাজির ছিলেন, যা নিয়মবিরুদ্ধ। তখনও তাঁকে সেক্রেটারি জেনারেল হিসাবে নির্বাচিত করা হয়নি। ফলে এই নিয়োগ অবৈধ ভাবে হয়েছে। বাইচুং চিঠিতে আরও লিখেছেন, কল্যাণ চৌবের নির্দেশেই শাজিকে সেক্রেটারি জেনারেল হিসাবে নিয়োগ করা হয়েছে। ফলে নির্বাচন এবং ফেডারেশনের কাজকর্মে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। পরের কর্মসমিতির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি। পাশাপাশি ফেডারেশনের দৈনন্দিন কাজ যাতে থেমে না থাকে, তার জন্য ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসাবে কাজ চালানোর অধিকার সুনন্দ ধরকে দেওয়া হোক, এমনই প্রস্তাব দিয়েছেন বাইচুং।

গত ২ সেপ্টেম্বর ফেডারেশনের সভাপতি নির্বাচনে কল্যাণ চৌবের বিরুদ্ধে লড়েন বাইচুং। ১-৩৩ ব্যবধানে হেরে যান ভারতের প্রাক্তন ফুটবলার।

আরও পড়ুন:ঘরোয়া টি-২০ ফর্ম্যাটে নতুন নিয়ম আনছে বিসিসিআই: সূত্র
