Saturday, December 20, 2025

‘সানা যদি ক্রিকেটার হতে চাইত তবে ওকে ঝুলনের মত হওয়ার পরামর্শ দিতাম’: সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। শনিবার লর্ডসে ইংল‍্যান্ডের বিরুদ্ধে শেষ ম‍্যাচ খেলতে চলেছেন বাংলার এই পেসার। সেই ম্যাচের আগে ঝুলনকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বললেন, মেয়ে সানা যদি ক্রিকেটার হতে চাইত তবে তাঁকে ঝুলনের মত হওয়ার পরামর্শ দিতাম।

কলকাতায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বোর্ড সভাপতি বলেন, ”ঝুলন একজন কিংবদন্তি। মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ওর। আমি দারুণ খুশি কারণ, ও ভাল পারফর্ম করছে। দলটাও ভাল খেলছে। বাংলার মেয়ে চাকদা থেকে উঠে আসা। আমার সঙ্গেও দারুণ সম্পর্ক। সানা যদি ক্রিকেটার হতে চাইত তবে আমি ওকে ঝুলনের মত হতে বলতাম। কী অসাধারণ কেরিয়ার।”

মহিলাদের ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঝুলনের সঙ্গে অনেক বিষয় আলোচনা করেছেন বলে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেন, ”ঝুলন হরমনপ্রীতের সঙ্গে মেয়েদের ক্রিকেটের উন্নতি নিয়ে অনেক কথা হয়। আমি ঝুলনের জন্য খুব খুশি। ৪০-এর কাছাকাছি বয়স হলেও যে ভাবে দাপিয়ে খেলে গেল তা অসাধারণ।”

সৌরভের প্রিয় লর্ডসেই নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন ঝুলন। আর তাই আরও বেশি খুশি সৌরভ।

হরমনপ্রীত কৌরদের প্রশংসাও শোনা গেল বোর্ড সভাপতির গলায়। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জেতা মহিলা দলের প্রশংসায় ভরিয়ে দিলেন মহারাজ। তিনি বলেন, ”বিদেশ সফরে গিয়ে সিরিজ জিতছে। ভারতের মেয়েরা ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দু’টো ম্যাচ জিতল। দারুণ খেলছে।”

বিসিসিআই-এর পক্ষ থেকে মেয়েদের ক্রিকেটে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি। আর তার জেরেই এই সাফল্য পাওয়া যাচ্ছে বলে মনে করেন সৌরভ। তিনি বলেন, ” আমরা বিসিসিআই-এর পক্ষ থেকে অনেক জোর দিয়েছি মেয়েদের ক্রিকেটে। সারা বছর প্রচুর ম্যাচ খেলা হচ্ছে।”

আরও পড়ুন:দ্বিতীয় একদিনের ম‍্যাচে অনন্য নজির গড়ল ভারতীয় দল

 

spot_img

Related articles

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...

ঘন কুয়াশায় তাহেরপুরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে গন্তব্যে নাকি ভার্চুয়াল সভা?

নির্ধারিত সময়ের মধ্যে নদিয়ার তাহেরপুরে সভাস্থলে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতা বিমানবন্দরে (NSCBI...

আগ্রহ নেই মোদির বক্তব্যে, তাহেরপুরে ভোটাধিকার-উত্তর খুঁজতে মরিয়া বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য নদিয়ার তাহেরপুরে ভিড় জমাতে মরিয়া বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাও মাঠ ভরানো থেকে...