Thursday, December 18, 2025

পুজোয় কুণালের চমক, কুমারটুলি ঘাটে রিলিজ হল CRAZY KG SONG

Date:

Share post:

কী প্রতিপক্ষ, কী সতীর্থ, ত্রুটি-বিচ্যুতি চোখে পড়লে কাউকেই রেয়াত করেন না। দলের হয়ে নিত্যদিন চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেন বিরোধীদের। সেই কণ্ঠেই এ বার গান ধরলেন কুণাল ঘোষ।গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন আগেই। এ বার সঙ্গীত জগতে গানের গলাও ঝালিয়ে নিতে ময়দানে নামলেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এ বার পুজোয় শারদীয়ার গান (Durg Puja 2022)CRAZY KG SONG ‘দাম কমিয়ে দে মা উমা’ নিয়ে এলেন তিনি।উত্তর কলকাতার কুমারটুলি ঘাটে শুক্রবার এই গান রিলিজ করা হয়।
কী বলছেন কুণাল? বলছেন, প্রীতম যখন বলেছিল একটা পুজোর গান গাইতে হবে, আঁতকে উঠে না বলেছিলাম। শখের গায়ক কি স্টুডিওতে রেকর্ড করে? কিন্তু ছাড়েনি। উৎসাহ এবং সাহস দিয়ে স্টুডিও পর্যন্ত নিয়ে গিয়ে রেকর্ড করিয়ে ছাড়ল । কথা প্রীতম। সুর ও যন্ত্র আয়োজন সব ওদের।
মূল্যবৃদ্ধির জেরে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। প্রথম বার গান গাইতে গিয়ে তাই বিষয়বস্তু হিসেবে মূল্যবৃদ্ধিকেই বেছে নিয়েছেন কুণাল। গানে গানে মা দুর্গার কাছে আর্জি জানালেন মূল্যবৃদ্ধি কমানোর। বলা বাহুল্য, গানের মাধ্যমে মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকেই নিশানা করেছেন তিনি।

আচমকা গান গাওয়ার দিকে ঝোঁক হল কেন, কেউ প্রশ্ন করার আগে, নিজেই জবাব দিয়েছেন কুণাল। তাঁর কথায়, ‘আমি জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। ওই একটু লেখা, কাগজ-টাগজ করা, টিভির কিছু কাজ ছাড়া সে ভাবে কিছু পারি না। কিন্তু সব ক্ষেত্রে প্রবল উৎসাহে পরীক্ষা নিরীক্ষা চালাতেই পারি।’
জীবনের প্রথম রেকর্ড করা গানে একটি প্রতিবাদী গানকে বেছে নিয়েছেন কুণাল। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জ্বালা যন্ত্রণার কথা প্রকাশ করতে চেয়েছেন তার গানের মাধ্যমে। কুণালের এই ধরনের সাংস্কৃতিক আন্দোলনকে বাহবা জানিয়েছেন অনেকেই।
খোদ কুণাল জানিয়েছেন, “দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। মা দুর্গার কাছে আবেদন থাকবে যাতে পেট্রোল-ডিজেলের দাম কমে। পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তাই গানে গানে প্রার্থনা করলাম মা গাড়ির ট্যাংক ভরিয়ে দাও, নয়তো তেলের দাম কমিয়ে দাও!”
গানের লাইনের ছত্রে ছত্রে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ। এর আগে একাধিক বার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল। দলের ছাত্র-যুব-শাখা সংগঠনও একাধিকবার আন্দোলন করেছে৷ কুণাল এর পাশাপাশি বেছে নিয়েছেন ‘সাংস্কৃতিক আন্দোলন’! সাধারণ মানুষের ইস্যুকে নিয়ে গানের মাধ্যমে মানুষের মনে পৌঁছে যাওয়ার এই সিদ্ধান্ত অভিনব বলেই মত রাজনৈতিক মহলের।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...