Friday, January 9, 2026

সবুজ বাজি নিশ্চিত করতে রাজ্যের সঙ্গে নজরদারিতে নিরি-পেসো, নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

দীপাবলি-কালীপুজোয় পরিবেশ দূষণ আটকাতে সক্রিয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সবুজ বাজি বিক্রি ও ব্যবহার নিশ্চিত করতে রাজ্য পুলিশের পাশাপাশি দুই কেন্দ্রীয় সংস্থাও বাজি বাজারে নজরদারি চালাবে- নির্দেশ হাই কোর্টের। ন্যাশানাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (NEERI) এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অরগানাইজেশন (PESO)-কে রাজ্যের এই নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার, বাজি মামলার শুনানিতে হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায়, কলকাতার বাজি বাজারে যাতে শুধুই ‘সবুজ’ বাজি বিক্রি হয়, তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। নির্দেশ কার্যকর হল কি না আদালত খোলার এক সপ্তাহের মধ্যে তার রিপোর্ট জমা দিতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে। ছুটির পর এই রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি জানান, বাজির বাজারে কড়া নজরদারি চালাতে হবে। ‘সবুজ’ বাজি তৈরি ও বিক্রির বিষয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) ও পরিবেশ আদালতের নির্দেশ মেনে রাজ্যের সঙ্গে সহযোগিতা করবে পেসো ও নিরি।

পরিবেশ দূষণের কারণে বাজি বন্ধ করতে গত বছর কলকাতা হাই কোর্টে ২টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। কয়েকটি বাজি সংগঠন হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। শীর্ষ আদালতও বলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র নিয়েও পরিবেশবান্ধব বাজি ব্যবহার করতে হবে। এ বছর সেই বিষয়টি নিশ্চিত করতে পেসো ও নিরিকে দায়িত্ব দিল হাই কোর্ট।

spot_img

Related articles

এবার আইপ্যাক-এ ইডি হানার বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক, নদিয়ায় বাধলেন তৃণমূলের টার্গেট

বাংলায় ভোট-কেন্দ্রীয় এজেন্সি-অতি সক্রিয়তা। গত কয়েক বছরের এটা বিজেপির ছক। কেন্দ্রীয় এজেন্সি ইডি-র অতি সক্রিয়তার জেরে গতকাল বৃহস্পতিবার...

অন্তর্বাসের আকার বদল, বিধায়ক পদ হারিয়ে তিন বছরের কারাদণ্ড কেরলের নেতার!

গোপন কথাটি রইল না গোপনে, অন্তর্বাস বদলানোর (resizing the underwear) খেসারত দিতে বিধায়ক পদ হারাতে হল কেরলের ৭১...

মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব না দিলে মোদি-শাহ গদি ছাড়ো: হুঙ্কার অভিষেকের

নদিয়ার তাহেরপুর। মতুয়াদের (Matua) বসবাস বেশি। আর সেখানেই দাঁড়িয়ে নাগরিকত্ব ইস্যুতে মোদি-শাহ-সহ বিজেপি (BJP) সাংসদদের ধুয়ে দিলেন তৃণমূলের...

চিন্নাস্বামী স্টেডিয়ামে নয়, আসন্ন আইপিএলে দুর্গ বদল বিরাটদের

কয়েক মাস পরই শুরু হবে আইপিএল(IPL)। নিলামে সব দলই ঘর গুছিয়ে নিয়েছে। আসন্ন আইপিএলে(IPL) চিন্নাস্বামী স্টেডিয়ামেও (Chinnaswamy Stadium)...