টুইটার (Tweeter)কর্মীদের কপালে চিন্তার ভাঁজ। কেনার আগেই টুইটার থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে ফেলেছেন টেসলা কর্তা এলন মাস্ক (Elon Mask)। খবর প্রকাশিত হতেই তা মুহূর্তে ভাইরাল। দ্য ওয়াশিংটন পোস্ট- (The Washington Post)এর তরফ থেকে দাবি করা হয়েছে যে টুইটার কেনার চুক্তি সম্পন্ন হলেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছেন ধনকুবের এলন মাস্ক (Elon Mask)।

উল্লেখ্য আমেরিকার হাইকোর্ট টুইটার কেনার জন্য মাস্ককে ২৮ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে। সেই হিসেব মানলে এই মাসের মধ্যেই ৪,৪০০ কোটি ডলারের চুক্তি সম্পন্ন করে টুইটার কিনে ফেলতে হবে মাস্ককে। দ্য ওয়াশিংটন পোস্ট অবশ্য জানিয়েছে যে পরিকাঠামো খাতে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের টুইটার কেনার প্রস্তাব দেওয়ার অনেক আগেই করা হয়েছিল। এখন দায়িত্ব পাওয়ার পর ওই রাস্তায় কতটা হাঁটেন মাস্ক সেটাই দেখার।
