Monday, August 25, 2025

৬ বছর পর মমতার কালীঘাটের বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিলেন মুকুল

Date:

Share post:

মাঝে করোনা পর্বের দু’বছর বাদ দিলে প্রতিবছরই কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার আয়োজন করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁর দলের নেতাদেরও ভাইফোঁটা দেন মমতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোঁটা নিতে যান দেখা যায়, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, সুব্রত বক্সি, বিধায়ক নির্মল মাজিরা।

তবে খুব তাৎপর্যপূর্ণভাবে এবারও বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে কালীঘাটে ফোঁটা নিতে যান শোভন চট্টোপাধ্যায়। তবে এদিন সকলের নজর কেড়েছেন মুকুল রায়। প্রায় ৬ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাইফোঁটা নিতে এলেন একসময়কার তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। দলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের কালীঘাটে উপস্থিতি তৃণমূলের অন্দরে রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

২০২১ সালে বিধানসভা ভোটের পর বিজেপি শিবির ত্যাগ করে ফের তৃণমূলের বৃত্তে দেখা গিয়েছিল মুকুল রায়কে। মাঝে অসুস্থ থাকার কারণে সেভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি মুকুল রায়কে। তবে এখন আগের থেকে অনেকটাই সুস্থ তিনি। বিজয়া দশমীর পর একদিন কালীঘাটে গিয়ে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ছিলেন মুকুল রায়। এবার ভাইফোঁটায় গেলেন তিনি। এর আগে শেষবার ২০১৬ সালে গিয়েছিলেন ভাইফোঁটায়।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভাইফোঁটা উপহার পাঠিয়েছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা রাজা অনন্ত মহারাজকে। তাঁর উপহার নিয়ে গিয়েছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। উপহার পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অনন্ত মহারাজ। এই বিষয়টিও খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...