Wednesday, August 27, 2025

সুফিয়ানকে “ডান্ডা মেরে সোজা” করার নিদান সুকান্তর, পাল্টা “বিড়ালছানা” কটাক্ষ তৃণমূল নেতার

Date:

Share post:

ফের ভাষা সন্ত্রাস। ফের বিতর্কে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে “ডান্ডা” দিয়ে মেরে “আগাপাশতলা সোজা” করার নিদান দিয়ে বিতর্কে তৈরি করলেন সুকান্ত। পাল্টা বিজেপি রাজ্য সভাপতিকে “বিড়ালছানা” কটাক্ষ
সুফিয়ানের।

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে এক দলীয় কর্মসূচিতে বক্তৃতা দেওয়ার সময় সুকান্ত বলেন, “যদি তৃণমূল কংগ্রেস দুধ দেয় তা হলে আমরা পায়েস তৈরি করে দেব। কোনও অসুবিধা নেই। ভদ্রলোকের সঙ্গে আমরা ভদ্রলোক।” এরপরই সুর চড়িয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলব, “কিন্তু যদি তৃণমূল চোখরাঙায় বা চিটিংবাজি করে তা হলে ও কোন সুফিয়ান না ও কে, কোনও দিকে তাকাবেন না। আগে আগাপাশতলা সোজা করবেন, তার পর আমাকে ফোন করে বলবেন, দাদা দিয়ে দিয়েছি ডোজ়। কোর্স কমপ্লিট একদম। ওষুধ দিয়ে দিয়েছি। তারপর যা হওয়ার হবে আমরা দেখব।”

সুকান্ত মজুমদারের এমন উস্কানিমূলক মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে মারপিট ও সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে নন্দীগ্রামের তৃণমূল নেতা সুফিয়ান সিপিএম জমানার প্রসঙ্গ টেনে আনেন। তাঁর কথায়, “৩৪ বছরের জগদ্দল পাথর সিপিএম নন্দীগ্রাম আন্দোলনে আমার আগাপাশতলা সোজা করতে পারেনি। আর সেই শুভেন্দু অধিকারী ওদের নেতা সুফিয়ানের কাঁধে ভর করে আজ নেতা হয়েছে। আর সুফিয়ানের বিরুদ্ধে বলে শুভেন্দু অধিকারী আজকে বিরোধী দলনেতা হয়েছে। আজ সুকান্ত মজুমদার চাইছে, যদি সুফিয়ানের বিরুদ্ধে বলে তাঁর সভাপতিত্ব প্রতিষ্ঠিত হয়। আরও উন্নতি করা যায়।”

এরপর সুকান্তকে খোঁচা মেরে সুফিয়ান বলেন, “যা-ই বলুক না কেন, সুফিয়ানকে কিছু করতে পারবে না। আমার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা হয়েছে। কিন্তু সুকান্ত মজুমদার বিড়ালছানা। ওর মতো ছেলের নন্দীগ্রাম আন্দোলনের সুফিয়ানকে দমানো সম্ভব নয়।”

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...