Friday, May 16, 2025

সুফিয়ানকে “ডান্ডা মেরে সোজা” করার নিদান সুকান্তর, পাল্টা “বিড়ালছানা” কটাক্ষ তৃণমূল নেতার

Date:

Share post:

ফের ভাষা সন্ত্রাস। ফের বিতর্কে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে “ডান্ডা” দিয়ে মেরে “আগাপাশতলা সোজা” করার নিদান দিয়ে বিতর্কে তৈরি করলেন সুকান্ত। পাল্টা বিজেপি রাজ্য সভাপতিকে “বিড়ালছানা” কটাক্ষ
সুফিয়ানের।

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে এক দলীয় কর্মসূচিতে বক্তৃতা দেওয়ার সময় সুকান্ত বলেন, “যদি তৃণমূল কংগ্রেস দুধ দেয় তা হলে আমরা পায়েস তৈরি করে দেব। কোনও অসুবিধা নেই। ভদ্রলোকের সঙ্গে আমরা ভদ্রলোক।” এরপরই সুর চড়িয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলব, “কিন্তু যদি তৃণমূল চোখরাঙায় বা চিটিংবাজি করে তা হলে ও কোন সুফিয়ান না ও কে, কোনও দিকে তাকাবেন না। আগে আগাপাশতলা সোজা করবেন, তার পর আমাকে ফোন করে বলবেন, দাদা দিয়ে দিয়েছি ডোজ়। কোর্স কমপ্লিট একদম। ওষুধ দিয়ে দিয়েছি। তারপর যা হওয়ার হবে আমরা দেখব।”

সুকান্ত মজুমদারের এমন উস্কানিমূলক মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে মারপিট ও সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে নন্দীগ্রামের তৃণমূল নেতা সুফিয়ান সিপিএম জমানার প্রসঙ্গ টেনে আনেন। তাঁর কথায়, “৩৪ বছরের জগদ্দল পাথর সিপিএম নন্দীগ্রাম আন্দোলনে আমার আগাপাশতলা সোজা করতে পারেনি। আর সেই শুভেন্দু অধিকারী ওদের নেতা সুফিয়ানের কাঁধে ভর করে আজ নেতা হয়েছে। আর সুফিয়ানের বিরুদ্ধে বলে শুভেন্দু অধিকারী আজকে বিরোধী দলনেতা হয়েছে। আজ সুকান্ত মজুমদার চাইছে, যদি সুফিয়ানের বিরুদ্ধে বলে তাঁর সভাপতিত্ব প্রতিষ্ঠিত হয়। আরও উন্নতি করা যায়।”

এরপর সুকান্তকে খোঁচা মেরে সুফিয়ান বলেন, “যা-ই বলুক না কেন, সুফিয়ানকে কিছু করতে পারবে না। আমার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা হয়েছে। কিন্তু সুকান্ত মজুমদার বিড়ালছানা। ওর মতো ছেলের নন্দীগ্রাম আন্দোলনের সুফিয়ানকে দমানো সম্ভব নয়।”

 

spot_img

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...