শান্তিপুরে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃ*ত্যু, আহত একাধিক

জগদ্ধাত্রী পুজার বিসর্জন উপলক্ষে শান্তিপুরের(shantipur) মেলায় ভয়াবহ দুর্ঘটনা। গ্যাস বেলুনের সিলিন্ডারে বিস্ফোরণের(cylinder blast) জেরে মৃত্যু হল একজনের, ঘটনায় দুই শিশুসহ আহত মোট ৭ জন। একজনের পা বাদ পড়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শান্তিপুর সূত্রাগড় এলাকায় প্রতিবছর জগদ্ধাত্রী পুজোর মেলা বসে। এখানে কদমতলার মেলায় বেলুন বিক্রি করছিলেন এক ব্যক্তি। শুক্রবার রাতে হঠাৎ ই দোকানের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বেলুন বিক্রেতার। আশেপাশে থাকা সাত জন ওই বিস্ফোরণের ফলে গুরুতর জখম হয়। তাদের মধ্যে রয়েছে দুই শিশু। এছাড়াও বিস্ফোরণের জেরে আহতদের মধ্যে একজনের পা উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।

খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে পৌঁছন শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। শান্তিপুর থানার পুলিশ এই দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে। পাশাপাশি মৃত এবং জখম ব্যক্তিদের নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।