Monday, November 10, 2025

ভবানীপুরে কার্তিক পুজার উদ্বোধনে প্রকাশিত হল মদন মিত্রর নতুন গান ‘ দে গোল ‘

Date:

Share post:

সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এই মুহূর্তে সব রাজনৈতিক দল রণকৌশল সাজাতে ব্যস্ত। ভবানীপুরের ইউনাইটেড ইউথ ফোরামের (Bhabanipur United Youth Forum) কার্তিক পুজোর উদ্বোধনে এসে আসন্ন নির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মদন মিত্র (Madan Mitra) বললেন, বাংলায় আবার তৃনমূলের (TMC) জয়জয়কার হতে চলেছে। কামারহাটির (Kamarhati) বিধায়ক এদিন বলেন সামনে পঞ্চায়েত কাপ এবং ফুটবল বিশ্বকাপ (Football World Cup)। এই দুই কাপকে সামনে রেখে এস এস প্রোডাকশনের (SS Production) তরফ থেকে একটি গান লঞ্চ করা হল, যার নাম ‘দে গোল’ (De Goal)।

কার্তিক পুজোর (Kartik Puja) আনন্দে সামিল হতে প্রত্যেক বছর ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরামের পুজোর উদ্বোধনে হাজির হন মদন মিত্র। তিনি এদিন জানান, এখানে পুজো দিয়ে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করবে এটাই সবার প্রার্থনা। পুজো কমিটির তরফ থেকে ১০০০ কার্তিক কেনা হয়েছে বলে জানান বিধায়ক। তিনি বলেন যাঁদের সন্তান নেই তাঁরা তো বটেই পাশাপাশি সিঙ্গেল মাদাররাও চাইলে কমিটির সঙ্গে যোগাযোগ করে বিশেষ পুজোর ব্যবস্থা করতে পারেন, যার থেকে এক বছরের মধ্যে সন্তান লাভ সন্তান করতে পারেন তাঁরা।

পাশাপাশি তিনি এই উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে পঞ্চায়েত কাপ এবং ফুটবল বিশ্বকাপের প্রতীকী ট্রফি তুলে নির্বাচনে তৃণমূলের জয়গান গেয়ে শোনান। এস এস প্রোডাকশনের ব্যানারে এবার লঞ্চ হল মদন মিত্রর নিজস্ব গান ‘দে গোল ‘। একই সঙ্গে বিজেপি নেতৃত্বকে এই গানের মাধ্যমে তুলোধোনা করেন তিনি। নাম করেই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নিজস্ব স্টাইলেই সুর চড়ান মদন মিত্র। এদিন মণ্ডপ চত্বরে এবং ভবানীপুরে পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কিছু পোস্টার দেওয়া হয় যেখানে লেখা হয়েছে ‘আসিতেছে দিলু, শু. সু, মুখ্য ভূমিকায় মদন মিত্র’। এদিন সাংবাদিকদের সামনে খালি গলায় নতুন গান ‘দে গোল’ দু কলি গেয়ে শোনান বিধায়ক।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...