Saturday, November 8, 2025

‘নকল’ করা যাবে না অমিতাভের কণ্ঠস্বর, ছবি ব্যবহারেও স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

অবৈধভাবে ব্যবহার করা যাবে না ভারতের মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachhan)কণ্ঠস্বর, জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। পাশাপাশি ছবি ব্যবহারের ক্ষেত্রে স্থগিতাদেশের কথা জানিয়েছে আদালত (high court)। সূত্রের খবর ২৫ নভেম্বর ২০২২ তারিখ থেকে জারি হয়েছে এই বিধিনিষেধ। শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিগ বি- এর (Big B) আইনজীবী। সেখানে তাঁদের তরফে দাবি করা হয়, নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র মেগাস্টারের অধিকার থাকবে, অন্য কারও থাকবে না। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগতে (Entertainment industry)।

সূত্রের খবর অমিতাভ বচ্চন নিজেই নাকি আপত্তি জানিয়েছিলেন যত্রতত্র তাঁর কণ্ঠস্বর ব্যবহারের ব্যাপারে। শুধু তাই নয় ছবি এবং নামের ক্ষেত্রেও একই আপত্তি তুলেছেন বিগ বি বলে জানা যাচ্ছে।  এমনিতেই বহু তারকা বিগ বি এর কণ্ঠস্বর নকল করে রীতিমত জনপ্রিয় হয়েছেন। দিল্লি আদালতে বিচারপতি নবীন চাওলার (Naveen Chawla) সামনে এই আবেদনের শুনানি হয়। এখনও দেশের প্রথম সারির বিনোদন ব্যক্তিত্ব অমিতাভ বচ্চন। শুধু দেশেরই নন, সারা বিশ্বেও তিনি একই রকমভাবে জনপ্রিয়। দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা আজ জানিয়েছেন, অমিতাভ বচ্চন একটা সুপরিচিত নাম। আর তাই বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা ব্যবসায়িক উদ্দেশ্যে তাঁর নাম, ছবি বা কন্ঠস্বর হামেশাই ব্যবহার করে থাকে। এর সবটা যে তাঁর অনুমতি নিয়ে করা হয় এমনটা নয়। আর এই বেআইনি ব্যবহারেই ক্ষুব্ধ অমিতাভ। অভিনেতার স্পষ্ট বক্তব্য, তিনি ‘ব্যবহার হতে’ চান না। আর তাই আইনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আর অভিনেতার আর্জির মান্যতা দিয়ে আজ এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে শুরু করে টেলিকম পরিষেবা প্রদানকারীদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে, এই ধরনের যা কিছু বাজারে রয়েছে সে সব তুলে নিতে হবে। অমিতাভের ‘পার্সোনালিটি রাইটস’ কে রক্ষা করতেই এই পদক্ষেপ।

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...