Saturday, January 10, 2026

‘নকল’ করা যাবে না অমিতাভের কণ্ঠস্বর, ছবি ব্যবহারেও স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

অবৈধভাবে ব্যবহার করা যাবে না ভারতের মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachhan)কণ্ঠস্বর, জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। পাশাপাশি ছবি ব্যবহারের ক্ষেত্রে স্থগিতাদেশের কথা জানিয়েছে আদালত (high court)। সূত্রের খবর ২৫ নভেম্বর ২০২২ তারিখ থেকে জারি হয়েছে এই বিধিনিষেধ। শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিগ বি- এর (Big B) আইনজীবী। সেখানে তাঁদের তরফে দাবি করা হয়, নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র মেগাস্টারের অধিকার থাকবে, অন্য কারও থাকবে না। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগতে (Entertainment industry)।

সূত্রের খবর অমিতাভ বচ্চন নিজেই নাকি আপত্তি জানিয়েছিলেন যত্রতত্র তাঁর কণ্ঠস্বর ব্যবহারের ব্যাপারে। শুধু তাই নয় ছবি এবং নামের ক্ষেত্রেও একই আপত্তি তুলেছেন বিগ বি বলে জানা যাচ্ছে।  এমনিতেই বহু তারকা বিগ বি এর কণ্ঠস্বর নকল করে রীতিমত জনপ্রিয় হয়েছেন। দিল্লি আদালতে বিচারপতি নবীন চাওলার (Naveen Chawla) সামনে এই আবেদনের শুনানি হয়। এখনও দেশের প্রথম সারির বিনোদন ব্যক্তিত্ব অমিতাভ বচ্চন। শুধু দেশেরই নন, সারা বিশ্বেও তিনি একই রকমভাবে জনপ্রিয়। দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা আজ জানিয়েছেন, অমিতাভ বচ্চন একটা সুপরিচিত নাম। আর তাই বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা ব্যবসায়িক উদ্দেশ্যে তাঁর নাম, ছবি বা কন্ঠস্বর হামেশাই ব্যবহার করে থাকে। এর সবটা যে তাঁর অনুমতি নিয়ে করা হয় এমনটা নয়। আর এই বেআইনি ব্যবহারেই ক্ষুব্ধ অমিতাভ। অভিনেতার স্পষ্ট বক্তব্য, তিনি ‘ব্যবহার হতে’ চান না। আর তাই আইনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আর অভিনেতার আর্জির মান্যতা দিয়ে আজ এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে শুরু করে টেলিকম পরিষেবা প্রদানকারীদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে, এই ধরনের যা কিছু বাজারে রয়েছে সে সব তুলে নিতে হবে। অমিতাভের ‘পার্সোনালিটি রাইটস’ কে রক্ষা করতেই এই পদক্ষেপ।

 

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...