Sunday, August 24, 2025

শীতের চাদর গায়ে মুড়ে রবিবার ব্যান্ডেল চার্চে ভিড় জমালেন মানুষ

Date:

Share post:

নভেম্বরের শেষেই শীতের হাওয়া বেশ মালুম হচ্ছে বঙ্গে। এই আমেজের প্রথম রবিবার জমজমাট হুগলির (Hoogly) ব্যান্ডেল চার্চ (Bandel Church)। অনেক ইতিহাসের সাক্ষী এই চার্চ হুগলির (Hoogly) এক অন্যতম পর্যটন কেন্দ্র(tourist center)

বড়দিন উপলক্ষে সাজছে ব্যান্ডেল চার্চ (Bandel Church)। শীতের আমেজ পড়তেই বহু মানুষ ভিড় জমাতে শুরু করেছেন ব্যান্ডেল চার্চ ও চন্দননগর (Chandannagar) ঘাটে। পর্তুগিজ আমলের এই ব্যান্ডেল চার্চ প্রায় ৪৫০ বছরের পুরনো। শীতের আমেজ পড়তেই এই ইতিহাসের সাক্ষী থাকতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমন ঘটছে ব্যান্ডেল চার্চ। চুঁচুড়া পুরসভা (Chunchura Municipality) ও পুলিশ প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে ব্যান্ডেল চার্চ ও চন্দননগর ঘাটের দিকে।

ব্যান্ডেল চার্চ শুধু যে খ্রিস্টান ধর্মের মানুষের কাছেই বিশেষ তা নয়। সব ধর্মের মানুষের ভিড় জমান এখানে। পর্যটক বিজয় শর্মা জানান, বড়দিন উপলক্ষে এখানে এতোই মানুষের ভিড় হয় তাই সেই সময় না এসে এখন হালকা শীতেই পরিবার নিয়ে ইতিহাসের সাক্ষী থাকতে তাদের আসা। অপর পর্যটক অসীম চক্রবর্তী বলেন, ব্যান্ডেল চার্চে এলে হুগলি জেলার অনেক পর্যটন কেন্দ্রগুলি একসঙ্গেই দেখা হয়ে যায়। তার মধ্যে অন্যতম চুঁচুড়া, ইমামবাড়া, চন্দননগর ঘাট, হংসেশ্বরী মন্দির প্রায় সব জায়গাতেই ঘোরা হয়ে যায়। শীতের আমেজ পড়তেই হুগলির সমস্ত পর্যটন স্থলেই ইতিমধ্যেই ভিড় জমাচ্ছে বহু মানুষ।

অষ্টম এবিএসইউ উৎসবে বিশিষ্টজনদের উপস্থিতি চোখে পড়ার মতো। এঁদের মধ্যে রয়েছেন হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, অশোক বিশ্বনাথন, অনীক দত্ত, শমীক বন্দ্যোপাধ্যায়, আবুল বাশার, রূপম ইসলাম, সুযোগ বন্দ্যোপাধ্যায়, বিনোদ ঘোষাল, খেয়ালি দস্তিদার, রাহুল ব্যানার্জি অরুণোদয়, বিশ্বনাথ বসু, জয়ন্ত ঘোষাল, স্নেহাশিস সুর, তিলোত্তমা মজুমদার, দেবাশিস দেব, মন্দাক্রান্তা সেন, উল্লাস মল্লিক, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজা ভট্টাচার্য, দীপান্বিতা রায় প্রমুখ। হিমাদ্রিকিশোর দাশগুপ্তের পরামর্শ অনুযায়ী এবং প্রাক্তন রেডিও জকি রায় চৌধুরির পরিচালনায় এই সব ব্যক্তিত্বদের বেছে নেওয়া হয়েছে।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...