Monday, May 5, 2025

আইসিস প্রধানের মৃত্যুতে সিলমোহর,নতুন নেতার নাম ঘোষণা

Date:

Share post:

আইসিসের তরফ থেকে অবশেষে আবু ইব্রাহিম আল-কুরেশির মৃত্যুতে সিলমোহর দেওয়া হল। বৃহস্পতিবার নতুন নেতা বেছে নিল তারা।ইউক্রেনে যুদ্ধে শুরু হওয়ার বেশ কিছু দিন আগেই খবরের শিরোনামে উঠে আসেন আইসিস নেতা আবু ইব্রাহিম আল-কুরেশি ওরফে আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশি ওরফে আমির মহম্মদ সইদ আব্দ আল-রহমান আল-মাওলা! তাঁকে খতম করা হয়েছে বলে দাবি করে আমেরিকা।
সূত্রের খবর, সম্প্রতি সিরিয়ায় আতমে গ্রামে মার্কিন বিশেষ বাহিনী রাতভর অভিযান চালায়। তাতেই খতম হয় আইসিস নেতা আবু ইব্রাহিম আল-কুরেশি । ঘটনার সত্যতা স্বীকার করে উচ্ছ্বাস প্রকাশ করেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যমকে মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছিল, বিপদ বুঝে আবু ইব্রাহিম নিজেই একটি বোমা ফাটান। তাতেই সপরিবার মৃত্যু হয় তাঁর। অন্যদিকে, এই অভিযান সম্পর্কে সিরিয়ার সরকার জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে মোট ১৩টি মৃতদেহ উদ্ধার করেছে তারা।

পরে আবু ইব্রাহিম আল-কুরেশির সম্পর্কে অনেক অজানা তথ্য সামনে আসে। জানা যায়, কখনও ‘প্রফেসর’ , আবার কখনও ‘ডেস্ট্রয়ার’ নামে ডাকা হত তাঁকে। সূত্রের দাবি, সংগঠনের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আগেই ‘ইয়াজি’দের গণহত্যার মতো ঘটনা ঘটিয়েছিলেন আবু ইব্রাহিম।
সংগঠন পরিচালনার ক্ষেত্রে আবু ইব্রাহিমের নিজস্ব কিছু ধরন ছিল। প্রবল ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন তিনি। খবরের শিরোনামে থাকাও খুব একটা পছন্দ করতেন না। তারপরও মার্কিন এবং ইরাকি গোয়েন্দাদের নজর এড়াতে পারেননি তিনি।
আইসিসের সংবাদমাধ্যম ‘আল ফুরকান’-য়ে একটি অডিয়ো বার্তা প্রকাশিত হয়েছে। তাতে নেতার মৃত্যু এবং নতুন নতুন নেতার নাম জানানো হয়েছে। সেই অডিয়ো বার্তায় আইসিসি মুখপাত্র আবু ওমর অল-মুহাজের জানিয়েছেন, সর্বশক্তিমানের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে করতে মৃত্যু হয়েছে তাদের নেতা আবু আল হাসান আল হাশমি আল কুরেশির।
জঙ্গি সংগঠনটি তাদের নতুন নেতার নামও জানিয়ে দিয়েছে। আইসিস মুখপাত্র জানিয়েছেন, আবু আল হাসান আল হাশমি আল কুরেশির পর প্রধানের পদে আসছেন আবু আল হুসেন আল হুসেইনি আল কুরেশি। কিন্তু তিনি কে এবং কোন বিশেষত্বের কারণে তাঁকে এই পদে আনা হল, তা জানা যায়নি। পশ্চিমের সংবাদমাধ্যমও নতুন আইসিস প্রধান সম্পর্কে অন্ধকারে। যদিও আইসিসের তরফ থেকে নতুন নেতার পরিচয়ে জানানো হয়েছে, তিনি একজন ‘পুরনো যোদ্ধা’।

spot_img
spot_img

Related articles

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...