বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র। এদিন মহারাষ্ট্রকে ৫ উইকেটে হারাল তারা। এই জয়ের ফলে দ্বিতীয়বার বিজয় হাজারে ট্রফি জিতল তারা। সৌরাষ্ট্রের হয়ে দুরন্ত ইনিংস শেল্ডন জ্যাকশনের। ১৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে রুতুরাজ গায়কোয়াডের শতরানের দাপটে ২৪৮ রান তোলে মহারাষ্ট্র। সেই রান তাড়া করতে নেমে ২১ বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় সৌরাষ্ট্র।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্র। প্রথমে ব্যাট করতে নেমে ২৪৮ রান তোলে মহারাষ্ট্র। ১০৮ রান করেন রুতুরাজ গায়কোয়াড। ৩৭ রান করেন অজিম কাজি। সৌরাষ্ট্রের হয়ে তিন উইকেট নেন চিরাগ জানি।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় সৌরাষ্ট্র। সৌরাষ্ট্রের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শেল্ডন জ্যাকশন। ১৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। হার্ভিক দেসাই করেন ৫০ রান।

আরও পড়ুন:আইপিএল থেকে অবসর নিলেন ডোয়েন ব্র্যাভো
