Sunday, January 11, 2026

বুস্টারে আগ্রহ নেই দেশবাসীর, টিকা নিয়েছেন মাত্র ২২ কোটি মানুষ

Date:

Share post:

প্রথম ও দ্বিতীয় ডোজের করোনা ভ্যাক্সিনের(Covid Vaccine) ক্ষেত্রে বিশ্বের মধ্যে রেকর্ড গড়েছিল দেশ। তবে করোনা প্রতিষেধক চূড়ান্ত টিকা বুস্টারে(Buster) বিন্দুমাত্র আগ্রহ নেই দেশবাসীর। শুক্রবার সেই তথ্যই প্রকাশ্যে এল কেন্দ্রের রিপোর্টে। লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছে, এখনও পর্যন্ত দেশের মাত্র ২২ কোটি মানুষের বুস্টার ডোজ সম্পন্ন হয়েছে।

শুক্রবার সংসদে তৃণমূল(TMC) সাংসদ মালা রায়(Mala Roy) জানতে চেয়েছিলেন দেশের কত মানুষের প্রথম, দ্বিতীয় এবং বুস্টার-ডোজ দেওয়া হয়েছে। তার উত্তরে কেন্দ্রের তরফে যা জানানো হয়েছে তা বেশ চমকপ্রদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার জানান, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন দেশের ১০২.৫৩ কোটি মানুষ। দ্বিতীয় ডোজ নিয়েছেন দেশের, ৯৫.০৬ কোটি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন দেশের ২২ কোটি মানুষ। অর্থাৎ ধাপে ধাপে ভ্যাক্সিন নেওয়া মানুষের সঙ্খ্যা কমেছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সরকারি বাফার স্টকে মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে কোনো ভ্যাকসিন নেই। অবশ্য এই ঘটনার পিছনে বিশেষজ্ঞদের দাবি, মূলত করোনার অতীতের প্রভাব কমে যাওয়া এবং প্রথম ও দ্বিতীয় ডোজ সরকার থেকে বিনামূল্যে দিলেও বুস্টার ডোজ বিনামূল্যে না হওয়ায় মানুষের আগ্রহ কমেছে এই টিকার জন্য।

দেশের মাত্র ২২ কোটি মানুষের বুস্টার ডোজ সম্পন্ন হয়েছে। লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে একথা জানালেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মালা রায় জানতে চেয়েছিলেন, দেশের কত মানুষের প্রথম, দ্বিতীয় এবং বুস্টার-ডোজ দেওয়া হয়েছে। সেই প্রশ্নের জবাবেই পরিসংখ্যান দিয়ে ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন, প্রথম ডোজ নিয়েছেন দেশের ১০২.৫৩ কোটি মানুষ। দ্বিতীয় ডোজ নিয়েছেন দেশের, ৯৫.০৬ কোটি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন দেশের ২২ কোটি মানুষ। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সরকারি বাফার স্টকে মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে কোনো ভ্যাকসিন নেই।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...