Monday, August 25, 2025

রাজ্যের স্বার্থে দিল্লিতে একাই দরবার করবে তৃণমূল! শুভেন্দুর ‘ডিগবাজিতে’ পাল্টা শোভনদেব

Date:

Share post:

বিজেপি প্রতিনিধি দলে যোগ না দিলে জানুয়ারিতে তৃণমূল (TMC) একাই রাজ্যের স্বার্থে দিল্লি (Delhi) গিয়ে দরবার করবে। শুক্রবার বিধানসভায় (Assembly) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনই জানালেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhondeb Chatterjee)। উল্লেখ্য, রাজ্যের স্বার্থে গঙ্গা সহ নদী ভাঙনের (River Erosion) মত ইস্যুতে কেন্দ্রীয় সহায়তা পেতে দিল্লিতে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল বিধানসভায় (Assembly)। নীতিগত ভাবে তাকে সমর্থন করেও নিজেদের অবস্থান থেকে পিছু হটে বিজেপি। আর সেই পরিপ্রেক্ষিতেই এদিন এমন মন্তব্য করেন শোভনদেব।

শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, শুভেন্দু (Subhendu Adhikari) আমায় বলেছিলেন, চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিনি এই বিষয়ে বিজেপির মতামত জানিয়ে দেবেন। কয়েকদিন অপেক্ষা করার পর আমি তাঁকে বেশ কয়েকবার ফোন করার চেষ্টা করেছি। কিন্তু কোনও যোগাযোগই করা যায়নি। যদি প্রস্তাবের কোনও অংশ নিয়ে তাদের আপত্তি থাকে, তাহলে তারা তা জানাতে পারত। আমরা বাদ দিয়ে দিতাম, কোনও অসুবিধা ছিল না। কিন্তু, মূল উদ্দেশ্য থেকে তো সরে আসা যায় না। সেই বিষয়ে আমরা সকলে সহমত হয়েছিলাম। কিন্তু, আজ বিরোধীদের দিক থেকে একটা অদ্ভূত নীরবতা দেখা যাচ্ছে। এটা সংসদীয় বা পরিষদীয় রাজনীতির ক্ষেত্রে খুব বেমানান।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। তিনি আমাকে একটি চিঠি দিয়েছেন। তাতে তিনি জানিয়েছেন, বারবার বলা সত্ত্বেও বিরোধীদের থেকে তিনি কোনও সদুত্তর পাচ্ছেন না। বিরোধীদের সহযোগিতা পাচ্ছেন না। আমরা দেখছি কী করা যায়, এই বিষয়ে চিন্তা ভাবনা করব আমরা।

উল্লেখ্য, চলতি মাসেই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩০ ডিসেম্বর ‘নমামি গঙ্গে’ (Namami Gange) সংক্রান্ত একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

 

 

spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...