Tuesday, January 13, 2026

রাজ্যের স্বার্থে দিল্লিতে একাই দরবার করবে তৃণমূল! শুভেন্দুর ‘ডিগবাজিতে’ পাল্টা শোভনদেব

Date:

Share post:

বিজেপি প্রতিনিধি দলে যোগ না দিলে জানুয়ারিতে তৃণমূল (TMC) একাই রাজ্যের স্বার্থে দিল্লি (Delhi) গিয়ে দরবার করবে। শুক্রবার বিধানসভায় (Assembly) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনই জানালেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhondeb Chatterjee)। উল্লেখ্য, রাজ্যের স্বার্থে গঙ্গা সহ নদী ভাঙনের (River Erosion) মত ইস্যুতে কেন্দ্রীয় সহায়তা পেতে দিল্লিতে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল বিধানসভায় (Assembly)। নীতিগত ভাবে তাকে সমর্থন করেও নিজেদের অবস্থান থেকে পিছু হটে বিজেপি। আর সেই পরিপ্রেক্ষিতেই এদিন এমন মন্তব্য করেন শোভনদেব।

শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, শুভেন্দু (Subhendu Adhikari) আমায় বলেছিলেন, চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিনি এই বিষয়ে বিজেপির মতামত জানিয়ে দেবেন। কয়েকদিন অপেক্ষা করার পর আমি তাঁকে বেশ কয়েকবার ফোন করার চেষ্টা করেছি। কিন্তু কোনও যোগাযোগই করা যায়নি। যদি প্রস্তাবের কোনও অংশ নিয়ে তাদের আপত্তি থাকে, তাহলে তারা তা জানাতে পারত। আমরা বাদ দিয়ে দিতাম, কোনও অসুবিধা ছিল না। কিন্তু, মূল উদ্দেশ্য থেকে তো সরে আসা যায় না। সেই বিষয়ে আমরা সকলে সহমত হয়েছিলাম। কিন্তু, আজ বিরোধীদের দিক থেকে একটা অদ্ভূত নীরবতা দেখা যাচ্ছে। এটা সংসদীয় বা পরিষদীয় রাজনীতির ক্ষেত্রে খুব বেমানান।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। তিনি আমাকে একটি চিঠি দিয়েছেন। তাতে তিনি জানিয়েছেন, বারবার বলা সত্ত্বেও বিরোধীদের থেকে তিনি কোনও সদুত্তর পাচ্ছেন না। বিরোধীদের সহযোগিতা পাচ্ছেন না। আমরা দেখছি কী করা যায়, এই বিষয়ে চিন্তা ভাবনা করব আমরা।

উল্লেখ্য, চলতি মাসেই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩০ ডিসেম্বর ‘নমামি গঙ্গে’ (Namami Gange) সংক্রান্ত একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

 

 

spot_img

Related articles

অন্যায়ভাবে নাম কাটলে অভিযোগ করুন: SIR নিয়ে নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...