Sunday, August 24, 2025

পড়ুয়াদের বেআইনিভাবে ধর্মা*ন্তকরণের অভিযোগ! প্রশ্নের মুখে যোগী রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

পড়ুয়াদের বেআইনি ধর্মান্তকরণের (Religious Conversion) অভিযোগ! কাঠগড়ায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজের (Prayagraj) স্যাম হিগ্গিনবটম ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার টেকনোলজি অ্যান্ড সায়েন্স (SHUATA)। ঘটনার জেরে ইতিমধ্যে ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য ও এক প্রশাসনিক আধিকারিককে নোটিশ পাঠিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ (Police)। অন্যদিকে ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গত বেশ কয়েকমাস ধরেই ওই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছে।

যোগী রাজ্যের পুলিশি তদন্তে উঠে এসেছে বিদেশি অর্থসাহায্য়ের (Forgein Financial Aid) বিষয়। ব্রিটেন থেকে টাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হত টাকা। আর সেই টাকাই অভিযুক্তরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। পুলিশ জানিয়েছে, দরিদ্র পরিবারের পড়ুয়াদের ধর্মান্তরণ করা হত ইভাঞ্জেলিক্যাল চার্চ থেকে। এই মামলায় প্রধান অভিযুক্ত ওই চার্চের প্যাস্টর। তাঁকে গ্রেফতারও (Arrest) করে পুলিশ। তবে এই মুহূর্তে তিনি জামিনে (Bail) মুক্ত। তবে জানা গিয়েছে, এর পিছনে একটি বিরাট চক্র কাজ করছে। ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল কোতোয়ালি থানায় দায়ের হয়েছিল অভিযোগ। দোষী সাব্যস্ত হয়েছিলেন ৫৬ জন। তাঁদের মধ্যে ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন ৫৩ জন কিন্তু পলাতক ৩ জন। পুলিশ সূত্রে খবর, প্রয়াগরাজের স্যাম হিগ্গিনবটম ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার টেকনোলজি অ্যান্ড সায়েন্স-এর আচার্য ড. জেট্টি অলিভার, উপাচার্য বিশপ রাজেন্দ্র বি লাল ও প্রশাসনিক আধিকারিক বিনোদ বি লালকে নোটিস পাঠানো হয়েছে। তাঁদের বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এছাড়াও প্রয়াগরাজের এক বাসিন্দা বিশপ পালকেও আইনি নোটিস পাঠানো হয়েছে। গত সোমবারই তাঁদের নোটিস পাঠিয়ে কোতোয়ালি থানায় আসার কথা বলা হয়েছিল। কিন্তু তাঁরা আসেননি।

 

 

spot_img

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...