Wednesday, December 3, 2025

নির্বাচনী প্রচারে ত্রিপুরায় একদিন আগে যেতে চাইলেও আশাপূরণ হল না শাহের, কেন জানেন?

Date:

Share post:

নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে ত্রিপুরার আগরতলায় যাচ্ছিলেন। বিমান অবতরণের কথা ছিল আগরতলা বিমানবন্দরে। কিন্তু কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়া আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দের নামতেই পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষে তাঁর বিমান ঘুরিয়ে নিয়ে যেতে হয় গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে।


আরও পড়ুন:ত্রিপুরা রাজ্যে আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি, আগরতলায় মিছিল তৃণমূলের

সামনেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। রাজ্যের শাসক দলের গদি ধরে রাখতে জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি।জনসংযোগ বাড়াতে আজ,বৃহস্পতিবার ত্রিপুরার ‘জন বিশ্বাস যাত্রা’ নামে দু’টি রথযাত্রার সূচনা করার কথা রয়েছে। অমিত শাহের হাত ধরেই এই কর্মসূচির সূচনা করা হবে। সে জন্য তিনি একদিন আগেই আগরতলা পৌঁছে যেতে চেয়েছিলেন। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমান বুধবার রাত ১০টা নাগাদ আগরতলায় নামার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানবন্দর চত্বরে দৃশ্যমানতা প্রায় শূন্যে গিয়ে পৌঁছয়। ফলে তাঁর বিমান ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে। তবে সকালেই ফের রওনা দেবেন ত্রিপুরায়।

ত্রিপুরার বিজেপির সভাপতি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ আগরতলায় পৌঁছবেন অমিত। এর পর তিনি উত্তর ত্রিপুরার ধর্মনগর এবং দক্ষিণ ত্রিপুরার সব্রুম থেকে ‘জন বিশ্বাস যাত্রা’র সূচনা করবেন। রথযাত্রার সূচনা করেই আগরতলা ফিরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলেই সেখান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি।

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...