Thursday, August 21, 2025

ক্যানসার আক্রান্ত শিশুর করুণ আর্তি, চিকিৎসকের পোস্টে আবেগঘন স্যোশাল মিডিয়া

Date:

Share post:

ডাক্তার (Doctor) মানে তিনি মানুষ নন, সাধারণ মানুষের চোখে তিনি ‘ভগবান’। অসুস্থ রোগী নিয়ে সুস্থতার কাতর আর্তি জানান যায় তাঁকে। এবার সেই ডাক্তারের আবেগঘন পোস্টে চোখ ভিজল নেটিজেনদের। ৬ বছরের শিশু ক্যানসারে (Cancer) আক্রান্ত, তাঁর মা বাবা চিকিৎসক সুধীর কুমারকে (Dr. Sudhir Kumar) বলেছিলেন ছেলেকে কিছু না জানাতে। আট মাস আগে হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে এসেছিলেন সেই দম্পতি। শিশুর নাম মনু (Manu), শীর্ণকায় হুইলচেয়ারে বসা ছেলেটিকে যখন প্রথম দেখেন সেই ডাক্তার তখন মনুর মুখে স্মিত হাসি, চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ। চিকিৎসক মনুর শারীরিক পরীক্ষা করেন। এরপর এমন এক ঘটনা ঘটে যার জন্য প্রস্তুত ছিলেন না তিনি নিজেই। বাবা-মা ঘর পাশের ঘরে যেতেই মনু আচমকা চিকিৎসকের কাছে একটি আর্জি জানায়। সে বলে, “ডাক্তারবাবু আমার কী হয়েছে, সব জানি। ইন্টারনেট ঘেঁটে আমার রোগ সম্পর্কে জানতে পেরেছি। এটাও জানতে পেরেছি, আমার আয়ু আর ৬ মাস। কিন্তু এ কথা মা-বাবাকে আমি জানাইনি। আপনিও জানাবেন না, প্লিজ।”

ঠিক এই কথাগুলো সমাজ মাধ্যমে (Social Media)ঘোরাফেরা করছে এখন। কারণ মনু আর নেই। হাসপাতালে ঢোকার মুখে সেই দম্পতিকে দেখে দাঁড়িয়ে যান চিকিৎসক। জানতে পারেন ৬ বছরের ছেলেটা পৃথিবীর মায়া কাটিয়ে এক মাস আগেই চলে গেছে। চিকিৎসক সুধীর কুমার চোখের জল ধরে রাখতে পারেন নি। শুধু দম্পতির মুখের দিকে একঝলক তাকিয়ে নিঃশব্দে ঘরে ঢুকে যান। পরে তিনি নিজেই এই গোটা ঘটনার কথা টুইটারে জানিয়েছেন। মনুর কথা রাখেন নি তিনি। তাঁর বাবা মাকে সবটা জানিয়ে বলেছিলেন ছেলেকে সব আনন্দ দেওয়ার কথা। সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করে ছেলেকে তাঁর শেষ ইচ্ছে মতো ডিজনিল্যান্ড ঘুরিয়ে এনেছিলেন বাবা মা। চিকিৎসককে কৃতজ্ঞতা জানাতেই হাসপাতালে গেছিলেন তাঁরা।

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...