ডাক্তার (Doctor) মানে তিনি মানুষ নন, সাধারণ মানুষের চোখে তিনি ‘ভগবান’। অসুস্থ রোগী নিয়ে সুস্থতার কাতর আর্তি জানান যায় তাঁকে। এবার সেই ডাক্তারের আবেগঘন পোস্টে চোখ ভিজল নেটিজেনদের। ৬ বছরের শিশু ক্যানসারে (Cancer) আক্রান্ত, তাঁর মা বাবা চিকিৎসক সুধীর কুমারকে (Dr. Sudhir Kumar) বলেছিলেন ছেলেকে কিছু না জানাতে। আট মাস আগে হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে এসেছিলেন সেই দম্পতি। শিশুর নাম মনু (Manu), শীর্ণকায় হুইলচেয়ারে বসা ছেলেটিকে যখন প্রথম দেখেন সেই ডাক্তার তখন মনুর মুখে স্মিত হাসি, চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ। চিকিৎসক মনুর শারীরিক পরীক্ষা করেন। এরপর এমন এক ঘটনা ঘটে যার জন্য প্রস্তুত ছিলেন না তিনি নিজেই। বাবা-মা ঘর পাশের ঘরে যেতেই মনু আচমকা চিকিৎসকের কাছে একটি আর্জি জানায়। সে বলে, “ডাক্তারবাবু আমার কী হয়েছে, সব জানি। ইন্টারনেট ঘেঁটে আমার রোগ সম্পর্কে জানতে পেরেছি। এটাও জানতে পেরেছি, আমার আয়ু আর ৬ মাস। কিন্তু এ কথা মা-বাবাকে আমি জানাইনি। আপনিও জানাবেন না, প্লিজ।”

ঠিক এই কথাগুলো সমাজ মাধ্যমে (Social Media)ঘোরাফেরা করছে এখন। কারণ মনু আর নেই। হাসপাতালে ঢোকার মুখে সেই দম্পতিকে দেখে দাঁড়িয়ে যান চিকিৎসক। জানতে পারেন ৬ বছরের ছেলেটা পৃথিবীর মায়া কাটিয়ে এক মাস আগেই চলে গেছে। চিকিৎসক সুধীর কুমার চোখের জল ধরে রাখতে পারেন নি। শুধু দম্পতির মুখের দিকে একঝলক তাকিয়ে নিঃশব্দে ঘরে ঢুকে যান। পরে তিনি নিজেই এই গোটা ঘটনার কথা টুইটারে জানিয়েছেন। মনুর কথা রাখেন নি তিনি। তাঁর বাবা মাকে সবটা জানিয়ে বলেছিলেন ছেলেকে সব আনন্দ দেওয়ার কথা। সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করে ছেলেকে তাঁর শেষ ইচ্ছে মতো ডিজনিল্যান্ড ঘুরিয়ে এনেছিলেন বাবা মা। চিকিৎসককে কৃতজ্ঞতা জানাতেই হাসপাতালে গেছিলেন তাঁরা।
