Sunday, May 25, 2025

বিড়ি বাঁধার কারিগর আজ আমেরিকার বিচারক, শিরোনামে ভারতীয় বংশোদ্ভূত সুরেন্দর

Date:

Share post:

ছোটবেলায় জীবন ছিল একেবারে অন্যরকম। সোনা বা রুপোর চামচ মুখে দিয়ে জন্ম হয় নি কেরলের কাসারগড়ের (Kasargarh, Kerala) বাসিন্দা সুরেন্দর কে পাটেলের (Surender K Patel)। পারিবারিক অবস্থা ভাল ছিল না। ছোট থেকেই লড়াই করে বড় হওয়া। কোনও মতে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা, তারপর অভাবের জেরে সেটাও ছেড়ে দিতে হয়। তারপর জীবন যুদ্ধে হার না মেনে বিড়ি বাঁধা এবং দিনমজুরির কাজ শুরু। লেখাপড়া করার ইচ্ছে হারিয়ে ফেলেন নি তিনি, তাই পয়সা জমিয়ে ফের পড়াশোনা শুরু করেন। আর এখন অনুপ্রেরণার প্রতিবেদনে শিরোনামে তিনি। কারণ আমেরিকার ডিস্ট্রিক কোর্টের বিচারক (US District Court Judge) হয়ে নজির গড়লেন সুরেন্দর কে পাটেল (Surender K Patel)।

নির্বাচনের মাধ্যমে আমেরিকার ডিস্ট্রিক বিচারক নির্ধারণ করা হয়ে থাকে। লড়াইটা সহজ ছিল না, টেক্সাসের জেলা আদালতের (District Court of Texas) বিচারক হতে ৫১ জনকে পিছনে ফেলে এই সাফল্য পেয়েছেন সুরেন্দর। এই প্রথম কোনও মালায়ালম ব্যক্তি আমেরিকার কোনও আদালতের বিচারক নির্বাচিত হলেন। তাঁর সাফল্যে অভিভূত তাঁর আত্মীয় থেকে প্রতিবেশী সকলেই। সুরেন্দর জানিয়েছেন তিনি যখন টেক্সারের বিচারক হওয়ার প্রতিযোগিতা শুরু করেন তখন তাঁর সম্পর্কে অনেক মিথ্যে কথা প্রচার করা হয়েছিল।কেউ ভাবেন নি যে তিনি এই পদ পেতে পারেন। ছোটবেলার স্মৃতিচারণায় ফিরে গেছেন সুরেন্দর। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ফেলে আসা দিনের কথা। বিড়ি বাঁধা এবং দিনমজুরির কাজ করে টাকা সঞ্চয় করে তিনি স্নাতক কোর্সে ভর্তি হন। কোঝিকোড়ে এলএলবি কোর্সে ভর্তি হন এরপর। সে সময় নিজের খরচ চালানোর জন্য একটি হোটেলেও কাজ করতে হয় তাঁকে। এলএলবি পাশ করে আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করেন তিনি। স্ত্রীয়ের সুবাদে আমেরিকা গিয়ে এলএলএম কোর্সে ভর্তি হন । ইউনিভার্সিটি অব হাউস্টন ল সেন্টার(University of Houston Law Center) থেকে পাশ করার পর আমেরিকায় আইনজীবী হিসাবে কাজ শুরু করেন তিনি। অবশেষে এল সাফল্য!

spot_img

Related articles

ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের শতবর্ষ উদযাপন: নস্টালজিক পরিচালক ইমতিয়াজ

কলকাতায় এসে নস্টালজিক পরিচালক ইমতিয়াজ আলি। তাঁর মুখ থেকে প্রকাশিত হয়, কলকাতায় এলে মনে হয় ঘরে ফিরে এসেছি।...

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেবে ভারত: বার্তা দিতে সিওলে অভিষেকরা

সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াই এবং পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের পর্দা ফাঁস করতে জাপানের পরে দক্ষিণ কোরিয়া (South Korea)...

সঙ্কটের সময়ে কাশ্মীরের মানুষের পাশে তৃণমূলের প্রতিনিধিদল: প্রশংসা দলনেত্রীর

কাশ্মীর সীমান্তের গ্রামগুলিতে লাগাতার মর্টার আর গুলির শিকার বাসিন্দাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পাঁচ...

স্বামী পূর্ণমকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ‘কৃতজ্ঞ’ রজনী 

স্বামী পূর্ণমকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান রজনী। পূর্ণম পাক সেনারা হাতে বন্দি থাকাকালীন এবং...