Monday, November 17, 2025

নিজেদের স্বার্থে রোহিঙ্গাদের ফেরাতে উদ্যোগী নয় NGOগুলি: বিস্ফোরক বাংলাদেশের তথ্য মন্ত্রী

Date:

Share post:

জয়িতা মৌলিক, ঢাকা, বাংলাদেশ: রোহিঙ্গাদের নিয়ে যথেষ্ট চাপে বাংলাদেশ। ১৯৭১-এ শরণার্থীদের সমস্যা কী? তা বুঝে ছিল বাংলাদেশ। সেদিন তাদের জন্য দ্বার খুলে দিয়েছিল ভারত। সেকথা আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এদেশের মানুষ। আর সেই কথা মনে রেখে রোহিঙ্গা শরণার্থীদের তাঁর দেশে আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়ে আগে বিশ্বের তাবড় স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। প্রতিশ্রুতি ছিল অন্যান্য দেশের তরফেও। কিন্তু পাঁচ বছর পরে রোহিঙ্গাদের নিজের দেশে পাঠানোর বিষয়ে আর কারোরই খুব একটা উদ্যোগ নেই। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মামুদ। তাঁর কথায়, রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে দিলে তাদের স্বার্থে ঘা পড়বে- সেই কারণেই ঢিলেঢালা মনোভাব বিভিন্ন সংগঠনের।

২০১৭ সালে মায়ানমারের সরকার এবং বৌদ্ধ মৌলবাদীদের অত্যাচারের শিকার হয় জন্মভূমি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয় রোহিঙ্গারা। আশ্রয় নেন বাংলাদেশে। সেই সময় শেখ হাসিনা বলেছিলেন, আমি যদি আমার দেশের ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারি, তাহলে আমি আরো ১০ লক্ষ মানুষকে খাওয়াতে পারব।

সেই সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন রোহিঙ্গাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিল। কূটনৈতিক আলোচনার মাধ্যমে শরণার্থীদের মায়ানমারে ফেরানোর বিষয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ধীরে ধীরে সেভাবে আর কোনও সহযোগিতা চোখে পড়েনি। রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরানোর ব্যাপারে একেবারেই সচেষ্ট নয়। হাছান মামুদের কথায় রোহিঙ্গা সমস্যা বাংলাদেশে দিয়ে থাকলে এনজিও গুলির লাভ এতে তাদের অর্থ সাহায্য সহ আধিকারিকদের অন্যান্য সুযোগ সুবিধা সুতরাং মায়ানমার সরকারকে চাপ দিয়ে রুটিন কাদের দেশের ফেরানোর বিষয়ে কোনো গঠনমূলক পদক্ষেপ করছে না তারা। তথ্যমন্ত্রীর অভিযোগ, মায়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হলে, তবেই তাঁরা শরণার্থীদের ফেরত পাঠাবেন। সামনে বাংলাদেশ নির্বাচন। রোহিঙ্গা ইস্যুতে শাসক বিরোধী দুই পক্ষের কাঈছে হাওয়া গরম করার মোক্ষম অস্ত্র।

spot_img

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...