সিনেমাহলে সাফল্যের হাসি, রেকর্ড গড়েছে শাহরুখ খানের ‘পাঠান’ (Pathan)। কিন্তু তারপরেও মন খারাপ কিং অনুরাগীদের। সাফল্যের শীর্ষে থাকা অবস্থাতেই অপ্রত্যাশিত ভাবেই ‘বিরতি’ (Break) নেওয়ার কথা ঘোষণা করলেন কিং খান (Shahrukh Khan)! অস্বস্তি বাড়ছে বলিউডে (Bollywood)।

বাজিগরের ম্যাজিক দেখার আশায় গত বুধবার ভোর ছটা থেকে সিনেমা হল ভরিয়েছিলেন বাদশা ফ্যানেরা। ‘জিরো’র (Zero) হতাশা ভুলে পাঠানের উড়ান দেখছে দেশবাসী। কামব্যাক কাকে বলে বুঝিয়ে দিয়েছেন বলি বাদশা। কিন্তু ছবি মুক্তি পাওয়ার মাত্র দিন চারেকের মাথাতেই ‘বিরতি’ নিতে চলার টুইট করে রীতিমতো শোরগোল ফেলে দিলেন শাহরুখ। শনিবার বিকেলে তিনি লেখেন, “এবার বিরতি নেব। আমার সন্তানদের সঙ্গে সময় কাটাব। সিনেমা হলে এসে ছবি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিনেমা হলে গিয়ে নতুন বন্ধু তৈরি করে সিনেমা দেখার একটা আলাদাই আনন্দ আছে, তাই না?”
Will take a break now…need to go and be with kids. Love u all and thank u for coming to the movies!!! It’s more fun to watch films with strangers who become friends in the hall….no???
— Shah Rukh Khan (@iamsrk) January 28, 2023
শাহরুখ খানের (SRK Tweet) এই টুইট প্রকাশ্যে আসার পর থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে টিনসেল টাউনে। যেখানে সাফল্য এসে ধরা দিয়েছে তাঁর ঝুলিতে, তখন আচমকা নির্বাসনের ঘোষণা কেন করলেন বলিউডের রোম্যান্স কিং? বাদশা অবশ্য অবশ্য এটাকে ‘ নির্বাসন’ নয় বরং ‘ বিরতি’ হিসেবে দেখতেই অনুরোধ করছেন সকলকে।নিজের আপকামিং দুই ছবি ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র কথা জানিয়ে রেখেছেন তিনি। তাই সিনেমাকে বিদায় জানাচ্ছেন না, তবে ‘পাঠান’ ছবির প্রচার, সাফল্যের পার্টি-সহ নানা ব্যস্ততার মধ্যে বিগত দিনগুলি কাটিয়েছেন বলিউড বাদশা। আর সেই কারণেই এবার সাময়িক বিরতি নিয়ে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর প্ল্যান তাঁর। সেই কারণেই এহেন পোস্ট করেছেন ‘পাঠান’ খান বলেই শাহরুখের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।
