Monday, August 25, 2025

ডো*পিংয়ের দায়ে কড়া শা*স্তি, ২১ মাসের জন্য বহি*ষ্কৃত দীপা কর্মকার

Date:

Share post:

২১ মাসের জন্য অ্যাথলেটিক্স থেকে বহিষ্কার করা হল দীপা কর্মকারকে। আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি বা ITA-র পক্ষ থেকে ভারতের এই জিমন্যাস্টকে বহিষ্কারের ঘোষণা করা হয়। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ পদার্থ সেবনের অভিযোগ রয়েছে। তাঁর সাসপেনশনের খবর আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশনকে জানিয়েছে ITA। ২০২১ সালের ১১ অক্টোবর তাঁর স্যাম্পল সংগ্রহ করা হয়। তারপর থেকে তিনি জিমন্যাস্টিকের বাইরে ছিলেন। অবশেষে তাঁর বিরুদ্ধে রায় ঘোষণা করা হল। তাঁর এই ব্য়ানটা বহাল থাকলে চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত। কারণ তদন্তের জন্য তিনি এতদিন খেলতে পারেননি। সেটাকে শাস্তি হিসেবে দেখা হবে।
ITA-র পক্ষ থেকে বলা হয়, “দীপা কর্মকারকে ২১ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। যা চলবে ২০২৩ সালের ১০ জুলাই পর্যন্ত। FIG-র অ্যান্টি ডোপিং রুলসের ১০.৮.২ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” জানা গিয়েছে দীপা কর্মকারের টেস্ট রিপোর্টে হিজানামিন নামে একটি ড্রাগসের উপস্থিতি পাওয়া গিয়েছে। এই ড্রাগস আন্তর্জাতিক ড্রাগ বিরোধী এজেন্সি ২০১৭ সালে নিষিদ্ধ করে। ২০২১ সালের ১১ অক্টোবর দীপার শরীরে স্যাম্পেল নেওয়া হয়।
ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি আরও জানিয়েছে, যেহেতু ইতিমধ্যেই ১৬ মাস নির্বাসনের শাস্তি কাটিয়েছেন দীপা, তাই তাঁকে আর পাঁচ মাস শাস্তি কাটাতে হবে। তবে তার মধ্যেই আশার আলো বাঙালি জিমন্যাস্টের জন্য। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের আগে তাঁর নির্বাসনের শাস্তি উঠে যাওয়ায় সেই প্রতিযোগিতায় অংশ নিতে কোনও সমস্যা হবে না দীপার।
২০১৬ সালের রিও অলিম্পিক্সে অল্পের জন্য ব্রোঞ্জ পদক জিততে পারেননি দীপা। তার পরে দীর্ঘ দিন চোটে ভুগেছেন তিনি। চোট সারার পরে নির্বাসনের শাস্তি পেয়েছেন তিনি।

 

spot_img

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...