Sunday, August 24, 2025

হাইকোর্টে হস্তক্ষেপ পদ্ম শিবিরের, দলীয় নেত্রীকে বিচারপতি করতে গিয়ে বিপাকে বিজেপি

Date:

Share post:

আদালতের কার্যক্রম ব্যাহত করা থেকে শুরু করে বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করার অভিযোগ আগেই রয়েছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এবার দলীয় নেত্রীকে বিচারপতি নিয়োগ করতে চেয়ে বিপাকে ভারতীয় জনতা পার্টি (BJP)। সোমবার গৌরীর নাম বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের আইন মন্ত্রক। টুইট করে সেই খবর জানান আইনমন্ত্রী কিরেন রিজিজু(Kiren Rijiju)। সেইমতো আজ অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মাদ্রাজ হাইকোর্টের (High Court) বিচারপতি হিসেবে শপথ নেওয়ার কথা ছিল চেন্নাইয়ের আইনজীবী লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরীর। কিন্তু শেষপর্যন্ত তা আর হল না। সূত্রের খবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice) ডি ওয়াই চন্দ্রচূড় তাঁর শপথ অনুষ্ঠান আটকে দিয়েছেন।

চেন্নাইয়ের আইনজীবী লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরী এক সময় বিজেপির মহিলা মোর্চার সর্ব ভারতীয় কমিটির সম্পাদক ছিলেন বলে জানা যায়। শুধু তাই নয় তিনি সক্রিয় বিজেপি নেত্রী। একাধিক বার নানা ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। গতমাসে গৌরীকে বিচারপতি হিসেবে নিয়োগ করার ক্ষেত্রে মাদ্রাজ হাইকোর্টের সুপারিশে সিলমোহর দিয়েছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম ।সোমবার রিজিজুর টুইটে তাঁকে বিচারপতি হিসাবে নিয়োগের খবর প্রকাশ করতেই সুপ্রিম কোর্টের এক আইনজীবী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। গৌরীকে বিচারপতি নিয়োগের প্রস্তাব চূড়ান্ত করার সময় কি তাঁর রাজনৈতিক পরিচয় গোপন করা হয়েছিল? সেই প্রশ্ন উঁকি দিচ্ছে। ওয়াকিবহল মহলের মতে, আদালতের ইতিহাসে এমন ঘটনা কার্যত নজিরবিহীন।

আরও পড়ুন- আদিবাসীদের সারি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দিতে প্রস্তাব আসছে রাজ্য বিধানসভায়

 

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...