Saturday, August 23, 2025

৫ বছরে ৮০ জন! পুলিশ হেফাজতে মৃত্যুতে দেশে শীর্ষে মোদির রাজ্য গুজরাট

Date:

Share post:

দেশজুড়ে ক্রমশ বেড়ে চলেছে পুলিশ হেফাজতে মৃত্যুর(Custody Death) ঘটনা। সোমবার রাজ্যসভায়(Rajyasava) সরকারের তরফে যে তথ্য প্রকাশ্যে আনা হল তা চমকে দেওয়ার জন্য যথেষ্ট। মাত্র ৫ বছরে দেশে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে ৬৬৯ জনের। এই তালিকায় শীর্ষে মোদির রাজ্য বিজেপি(BJP) শাসিত গুজরাট(Gujrat)। ৫ বছরে এখানে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে ৮০ জনের। এরপর তালিকায় রয়েছে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ। সোমবার রাজ্যসভায় এই তথ্য প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এরপরই দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সোমবার সংসদে যে তথ্য প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ২০২১-২২ সালে সংখ্যাটা ছিল ১৭৫, ২০২০-২১ সালে ১০০, ২০১৯-২০ সালে ১১২, ২০১৮-১৯ সালে ১৩৬, ২০১৭-১৮ সালে ১৪৬, অর্থাৎ সব মিলিয়ে মাত্র ৫ বছরে দেশে পুলিশ হেফাজতে মৃতের সংখ্যা মোট ৬৬৯ জন। এর মধ্যে হেফাজতে মৃত্যুর নিরিখে সর্বোচ্চ স্থানে রয়েছে বিজেপি শাসিত মোদির রাজ্য গুজরাট। এখানে ৫ বছরে হেফাজতে মৃত্যু হয়েছে ৮০ জনের। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে আরএক বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র। এখানে মৃতের সংখ্যা ৭৬। তৃতীয় স্থানে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ(৪১), তামিলনাড়ু(৪০) ও বিহার(৩৮)।

নিত্যানন্দ রাই এদিন সংসদে বলেন, কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এই ৫ বছরে ২০১ টি ক্ষেত্রে ৫,৮০,৭৪, ৯৯৮ টাকার আর্থিক সহায়তা এবং পুলিশ হেফাজতে একটি মৃত্যুর ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করেছে। তিনি বলেন, রাজ্যের মানবাধিকার নিশ্চিত করার দায় সম্পূর্ণ রুপে সংশ্লিষ্ট রাজ্য সরকারের। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই ধরনের ঘটনা আটকাতে মানবাধিকার কমিশনের পাশাপাশি রাজ্য মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে যারা এই ধরনের ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়।

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...