Sunday, January 11, 2026

অভিষেকের বাড়ির কাছাকাছি গেলে পকেটে স্বাস্থ্যসাথী কার্ড রাখার পরামর্শ কুণালের

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও নিয়ে বিজেপির কর্মসূচি সুপার ফ্লপ।এই বিষয় নিয়ে কটাক্ষ করে সোমবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল বলেন, ওরা অভিষেকের বাড়ি অনেকদিন থেকেই টার্গেট করে রেখেছে। বিজেপি তো ইডি-সিবিআইকে পাঠিয়ে দেয়। ব্যক্তিগত আক্রমণ, পরিবারকে আক্রমণ, ব্যক্তিগত কুৎসা, এগুলোতো ওরাই শুরু করেছেন। আমরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও করেছিলাম তার কারণ রাজবংশী মেরে রাজবংশী প্রেম দেখানো হচ্ছে। ভাবতে পারেন ১৮০ টি বুলেট একজনের শরীরে। আমরা দোষীদের শাস্তি চাই। তাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ির বেশ কিছুটা দূরে অবস্থান করা হয়েছে। বিজেপির যারা অভিষেকের বাড়ির কাছাকাছি যেতে চান তাদের শুধু মনে করিয়ে দেবো, সাথে স্বাস্থ্যসাথী কার্ডটা রাখবেন যাতে বাড়ি ফেরার সময় বিনা পয়সায় চিকিৎসা করে বাড়ি ফিরতে পারেন।

এমনকী,বৃহস্পতিবার থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ঠিক সেইদিনই পাহাড়ে বনধ ডেকেছে বিনয় তামাংরা। এ প্রসঙ্গে কুণাল বলেন, অত্যন্ত জনবিরোধী সিদ্ধান্ত। বহুদিন পর পাহাড়ের মানুষ শান্তিতে আছেন। একটা সুস্থ-সফল-সচল অর্থনৈতিক পরিস্থিতি ফিরে এসেছে পাহাড়ে। সেখানে যে বা যারা ফের অচলাবস্থার সৃষ্টি করার চেষ্টা করবেন কেউ তা মেনে নেবে না। পাহাড়ে ফের পর্যটকরা আসছেন, মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। কারো কারো মদতে যারা পরিস্থিতি ঘোরালো করার চেষ্টা করছেন তা ব্যর্থ হবে।

নদিয়ায় বিএসএফের কমান্ডারের ধর্ষণ কাণ্ডে কুণালের স্পষ্ট কথা, যারা বিএসএফের হয়ে সওয়াল করেন যে বিএসএফ এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই তার নমুনা। আমরা অবিলম্বে বিএসএফের তরফ থেকে বিবৃতি দাবি করছি। স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি দাবি করছি. আর যারা বিএসএফের হয়ে সওয়াল করেন তাদের বক্তব্য জানতে চাইছি। তিনি বলেন, কোচবিহারে বিমান পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন। আর বিজেপির কেউ কেউ তাতে উঠবে উঠবে করছে। বিজেপি ছেলেমানুষি করুক তৃণমূল এসব ছেলেমানুষির মধ্যে থাকে না।

 

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...