কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা-এর(Raju Jha) দুই খুনির স্কেচ এসেছে তদন্তকারীদের হাতে। আপাতত এই স্কেচকে হাতিয়ার করেই তদন্তে গতি পেতে চাইছে পুলিশ(Police)।প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপর ভিত্তি করেই দুই শার্প শ্যুটারের সম্পর্কে যে তথ্য পেয়েছে পুলিশ, সেই সূত্রেই স্কেচ করা হয়েছে।

সূত্রের খবর, দুই শার্প শ্যুটারের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। একজনের গালে হালকা দাড়ি। একজনের উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট। ছিপছিপে গড়ন। অন্যজন জাতীয় সড়ক ধরে হেঁটে আসছিল। পরনে সাদা পাঞ্জাবি। গলায় গেরুয়া রঙের কাপড় জড়ানো। তার শরীরের গড়নও পাতলা। তবে তৃতীয় আততায়ীর বর্ণনা সেভাবে মেলেনি। গাড়ির চালকের ছবিও স্কেচের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। তাই আপাতত দুই খুনির স্কেচই এখন সিট তদন্তকারীদের অন্যতম ভরসা।

এরই মধ্যে একটি বড়সড় ব্রেক থ্রু পেয়েছে পুলিশ। যেখানে তদন্তকারীরা নিশ্চিত, কুখ্যাত কয়লা মাফিয়াকে খুনের “সুপারি” অনেক আগেই দেওয়া হয়েছিল। শার্প শ্যুটারদের দু’টি গ্যাং বেশ দুর্গাপুরে রাজুর হোটেলের চারপাশ বহুবার রেইকি করেছে। রাজুর গতিবিধির উপর সর্বদা নজর রাখত খুনিরা। তারা অপারেশনে সুযোগে ছিল। অবশেষে আততায়ীরা পরিণাম দেয় পয়লা এপ্রিল।