Monday, May 12, 2025

কুন্তলের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়: নির্দেশ বিচারপতির

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলতে তাঁকে চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অভিযোগে কলকাতা পুলিশের কাছে নালিশ জানান নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ (Police)। নিম্ন আদালতও এই অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ করতে পারবে না। বুধবার, অন্তর্বর্তিকালীন নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)।

আজকের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে কুন্তলের অভিযোগপত্র হাই কোর্টে পেশ করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, মাধ্যমে হেস্টিংস থানায় কুন্তল যে অভিযোগপত্র পাঠিয়েছেন সেটাও প্রেসেডেন্সি জেল সুপারের মাধ্যমে কলকাতার পুলিশ কমিশনারকে আদালতে পেশ করতে হবে। দুপুর ৩টের মধ্যে তা পেশ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে নালিশ জানান। নিম্ন আদালতের বিচারকের কাছেও একই অভিযোগ জানান তিনি। পাল্টা ইডি-র অভিযোগ, এই ধরনের নালিশের ফলে তাদের তদন্ত প্রভাবিত হতে পারে। এর পরে, বিচারপতি গঙ্গোপাধ্যায় এটাকে মারাত্মক প্রবণতা বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়া এবং তদন্তের গতি স্তব্ধ করার জন্য এ সব করা হচ্ছে। “ন্যায়বিচারের স্বার্থে এ সব বন্ধ করতে হবে। এই অতিচালাকি বরদাস্ত করা যাবে না।“ কুন্তলের অভিযোগের কপি পাওয়ার পরে আদালত কী নির্দেশ দেয় সেদিকেই এখন নজর।

 

 

 

spot_img

Related articles

১২টায় ডিজিএমও পর্যায়ের বৈঠক, ভারতের দাবি নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী!

ভারত-পাক ডিজিএমও পর্যায়ের বৈঠকের আগেই তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হট লাইনে (hot...

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...